টুরিস্ট ভিসায় ভারতে গিয়ে ধর্ম প্রচারের অভিযোগে ১৭ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর সকালে আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৩০০ কিলোমিটার দূরে বিশ্বনাথ জেলার বাঘমারি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বেশ কিছু ধর্মপ্রচারক বই এবং নথিও উদ্ধার করা হয়েছে।
বিশ্বনাথ জেলার পুলিশ সুপার নবীন সিং বলেন, গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা থেকে বাসে করে তারা আসমের বিশ্বনাথ জেলার বাঘমারিতে পৌঁছায় এবং সেখানে ধর্ম প্রচারকের কাজ করছিল। এই অভিযোগ পাওয়ার পর সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আসাম পুলিশের ডিরেক্টর জেনারেল ডিজি ভাস্করজ্যোতি মহন্ত বলেছেন, অনেক সময় বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসে ধর্মের প্রচার করেন প্রচারকরা। অনেকে আবার মৌলবাদেরও প্রচার করেন। এ ধরনের অনেক প্রচারকের আসামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে এই ১৭ জনের ক্ষেত্রে এখনই মৌলবাদ প্রচারের অভিযোগ আনা যাবে না বলে
আরো পড়ুন:
বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীসহ ৩ জনের মৃত্যু
দখলদার ইসরাইলের অনুরোধ প্রত্যাখ্যান করলো কাতার
সৌদি আরবে একদিনে দুই প্রবাসীর মৃত্যু
তিন মাসেও বিমানবন্দরে হারানো লাগেজ ফেরত পাননি প্রবাসীরা
ইয়াবা-অস্ত্র দিয়ে নিজের স্ত্রী-সন্তানকে ফাঁসানোর চেষ্টা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post