করোনা উপসর্গ দেখা দিয়েছে এমন রোগী যারা কোয়ারেন্টাইনে রয়েছে তাদের চিকিৎসা তদারকির জন্য একটি অ্যাপ চালু করেছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। চিকিৎসা তত্ত্বাবধায়ক অ্যাপ্লিকেশনটি আরবি, ইংরেজি, হিন্দি, বাংলা ও উর্দুর এই পাঁচটি ভাষায় চালু করা হয়েছে। যাতে করে ওমানে বসবাসকারী বিভিন্ন ভাষাভাষী জনগণ ব্যবহার করতে পারে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, “চিকিৎসা তদারকির জন্য অ্যাপ্লিকেশনটি অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে। ওমানে যেকোনো নাগরিক এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারের জন্য ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপ্লিকেশনটি মেডিকেল ডিটেক্টর আইকনটির মাধ্যমে ভার্চুয়াল ভাবে রোগীদের স্বাস্থ্য তদারকি করা হবে। কোনো করোনা রোগীর স্বাস্থ্যের বর্তমান অবস্থা ও তাদের উপসর্গ, কিভাবে করোনা রোগী নিজেদের সুস্থ রাখবে এই বিষয়গুলোর ডাক্তারি পরামর্শ দেওয়া হবে।
আরও পড়ুনঃ ওমানে একদিনে সুস্থতার সর্বোচ্চ রেকর্ড
মন্ত্রণালয় আরও বলেছে, “দেশটিতে যারা কোয়ারেন্টাইনে রয়েছে তাদের সংখ্যা ও তাদের বর্তমান অবস্থা সম্পর্কে ট্র্যাকিং করা হবে। এই অ্যাপের মাধ্যমে দেশটিতে করোনা রোগের বিস্তারকে সীমাবদ্ধ করার চেষ্টা করা হবে। এছাড়াও, নতুন এই অ্যাপটির মাধ্যমে করোনা নিয়ে দেশটিতে বিভিন্ন গুজব কমানোর চেষ্টা করা হবে। এছাড়াও জিপিএস পরিষেবা বা ব্লু-টুথ সক্রিয় থাকে তাহলে কোনও ব্যক্তি স্মার্ট ঘড়ির মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীদের করোনা সংক্রমণে সতর্ক করবে”
আরও দেখুনঃ ওমানের মরুভূমিতে বাংলাদেশীর কৃষি বিপ্লব
https://www.youtube.com/watch?v=uU1loXQtQCk
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post