দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ এমপি। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতা আনার জন্য প্রবাস থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ বলেন, জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আর এ কারণেই আগামী ৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
তিনি ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করারও আহ্বান জানান। এসময় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সমন্বয়কারী ও বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুল রশিদ বুলু, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সমন্বয় কমিটির আহ্বায়ক কে এম লোকমান হোসেন, সদস্য সচিব লিংকন মোল্লা, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, আওয়ামী লীগ নেতা আতিয়ার রসূল কিটনসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সোবহান গোলাপ এমপি।
আরো পড়ুন:
বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীসহ ৩ জনের মৃত্যু
দখলদার ইসরাইলের অনুরোধ প্রত্যাখ্যান করলো কাতার
সৌদি আরবে একদিনে দুই প্রবাসীর মৃত্যু
তিন মাসেও বিমানবন্দরে হারানো লাগেজ ফেরত পাননি প্রবাসীরা
ইয়াবা-অস্ত্র দিয়ে নিজের স্ত্রী-সন্তানকে ফাঁসানোর চেষ্টা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post