ওমানের জাতীয় টুপি তৈরি হচ্ছে বাংলাদেশে। সংসারের কাজের পাশাপাশি টুপি তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বেশ কয়েক হাজার নারী। নারীদের নিপুণ দক্ষতায় তৈরি করা এসব টুপি ওমান, পাকিস্তান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, কাতার, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছে। সাদা কাপড়ে তাদের সুইয়ের ফোঁড়ে ফুটে উঠছে নান্দনিক নকশা। পরে বিশেষ কায়দায় সেলাই ও ভাঁজে এই কাপড়ই হয়ে যাচ্ছে টুপি। বোতাম, চেন, দানা ও মাছকাটা নামে চার ধরনের টুপি সেলাই করা হয়। কয়েক হাত বদলের পর একটি পূর্ণাঙ্গ টুপি তৈরি হয়। টুপির মধ্যে বেশি সময় ও পরিশ্রম হয় দানা সেলাইয়ে। ব্যবসায়ীরা এসব টুপি তৈরির সব উপকরণ কারিগরদের সরবরাহ করেন।
ওমানে খোঁজনিয়ে জানাগেছে, দেশটির এই টুপি ব্যবসায় এগিয়ে আছে বাংলাদেশীরা। এই সেক্টরে প্রায় শতাধিক বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন। দেশটির মাতরাহ সুক থেকে নিয়ন্ত্রিত হয়ে গোটা ওমানেই সাপ্লাই দেওয়া হয়। ওমানের শীর্ষ টুপি ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন আব্দুর রহিম নামে একজন বাংলাদেশি।
মানভেদে একেকটি টুপিতে নকশা তুলতে ২০-২৫ টাকা আবার কোনো টুপিতে নকশা করতে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দেওয়া হয় কারিগরদের। এতে টুপিতে নকশা তৈরির কাজ একজন নারী কারিগরের মাসে তিন থেকে চার হাজার টাকা আয় হয়। টুপিতে নকশা তোলার কাজ করে স্বাবলম্বী হয়েছেন অনেক নারী। অভাবের সংসারে ফিরেছে সুখ ও স্বাচ্ছন্দ্য। টুপি তৈরির শুরুটা নওগাঁর ইসমাইল হোসেনের হাত ধরে। একসময় তিনি ওমানে থাকতেন। ২০০৪ সালে দেশে ফিরে নিজেই টুপি বানানো শুরু করেন। তার অধীনে বর্তমানে কাজ করেন দুইশ কর্মী। নকশাভেদে তিনি এক একটি টুপি বিক্রি করেন সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকায়। প্রতিমাসে দেড় হাজার পিস টুপি বিদেশে রপ্তানি করেন ইসমাইল।
তার মাধ্যমেই মহাদেবপুর উপজেলায় অনেকেই টুপি নিয়ে কাজ শুরু করেন। এতে গ্রামের নারীরা তাদের অবসর সময়কে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করার সুযোগ পাচ্ছেন। টুপি তৈরি করে নওগাঁর নারীরা যেমন স্বাবলম্বী হচ্ছেন, একই সঙ্গে রপ্তানির মাধ্যমে অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা। দেশের বাইরে ছড়িয়ে পড়ছে ‘মেড ইন বাংলাদেশ’-এর আরও একটি সৃজনশীল পণ্য। সরকারের পক্ষথেকে এসব কারিগর এবং উদ্যোক্তাদের সহায়তা দেওয়া হলে, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন উদ্যোক্তারা।
আরো পড়ুন:
বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীসহ ৩ জনের মৃত্যু
দখলদার ইসরাইলের অনুরোধ প্রত্যাখ্যান করলো কাতার
সৌদি আরবে একদিনে দুই প্রবাসীর মৃত্যু
তিন মাসেও বিমানবন্দরে হারানো লাগেজ ফেরত পাননি প্রবাসীরা
ইয়াবা-অস্ত্র দিয়ে নিজের স্ত্রী-সন্তানকে ফাঁসানোর চেষ্টা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post