দখলদার ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ বেশকিছু মুসলিম দেশ সম্পর্ক স্থাপন করলেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে কাতার। আসন্ন ফিফা বিশ্বকাপ উপলক্ষে কাতারে অস্থায়ী কনস্যুলেট নির্মাণ করতে চেয়েছিলো ইসরাইল। তবে তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছে কাতার।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ-২০২২ আসর। এর মধ্যে কাতার চায় না, তাদের সঙ্গে ইসরাইলের ‘সরাসরি কোনো যোগাযোগ’ থাকুক। এর আগে ফিফা ম্যাচগুলোতে অংশ নিতে ইসরাইলি নাগরিকদের পরিষেবা দেয়ার জন্য একটি অস্থায়ী কনস্যুলেট খোলার খবর সামনে আসে। বিষয়টি এখন পরিষ্কার করল কাতার।
এর আগে ফিফার হসপিটালিটি প্যাকেজ থেকে ইসরায়েলের নাম বাদ দেয়ায় মুসলিম বিশ্বের প্রশংসায় ভাসে কাতার। দেশটির এমন সিদ্ধান্ত যেনো প্রশান্তি বয়ে আনে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনে। দেশটির সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ, আইনজীবী সবাই কাতারকে প্রশংসায় ভাসাচ্ছে। শুধু কি ফিলিস্তিন? মধ্যপ্রাচ্যের লাখো মুসলিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছে। কারণ একটাই ফিফার অফিসিয়াল হসপিটালিটি প্যাকেজ কিনে বিশ্বকাপ দেখতে হলে ফিলিস্তিন নামে কিনতে হবে ইসরায়েলবাসীকে। এটাকে নিরব প্রতিবাদ হিসেবে দেখছেন মুসলিম বিশ্ব।
তবে সমালোচনায় মেতেছে পশ্চিমা বিশ্বের গণমাধ্যম। পাল্টা জবাব হিসেবে কাতার বিশ্বকাপ দেখতে যাওয়া নাগরিকদের নিষিদ্ধ করতে পারে ইসরায়েল। তবে প্রতিক্রিয়া অবশ্য দেখার সময় নেই কাতারের। বিশ্বকাপের খুব বেশি দিন বাকি নেই তাই প্রস্তুতি চলছে বেশ জোরেশোরে। বিশেষ করে নিরাপত্তা নিয়ে কোনও আপোষ করছে না মধ্যপ্রাচ্যের এই দেশটি। আর তাই জনপ্রিয় টেলিভিশন শো বিগ ব্রাদারের আদলে নিরাপত্তা ব্যবস্থা করতে চায় কাতার। প্রতিটি ভেন্যুতে ১৫ হাজার ক্যামেরা বসানো হবে, জায়ান্ট স্ক্রিনে পর্যবেক্ষণ করা হবে দর্শকদের।
আরো পড়ুন:
ওমানে গাড়ি ভাংচুর ও চুরির অপরাধে একাধিক ব্যক্তি গ্রেফতার
ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের পদে পদে ভোগান্তি
বিমানবন্দরে ফ্রি টেলিফোন সুবিধা, সুফল পাবেন প্রবাসীরা
প্রবাসী বাবাকে বাঁচাতে ৭ বছরের মেয়ের আকুতি
সম্মানই যদি না পান, রেমিট্যান্স কেন পাঠাবেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post