ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৪-সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, বুধবার মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে ধোঁয়া বেরোতে দেখা যায়। তৎক্ষণাৎ যাত্রীদের সরিয়ে নেওয়া হয় দ্রুত তৎপরতায়। জানা গেছে, বিমানটিতে চার শিশু-সহ ১৪৭ জন যাত্রী ছিলেন। যাত্রীদের বিমান থেকে সরিয়ে টার্মিনাল বিল্ডিংয়ে স্থানান্তরিত করা হয়। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।
বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন “বিমানটি যখন টেকঅফের জন্য রানওয়ের দিকে ট্যাক্স করছিল তখনই আগুন দেখা যায়।” জানাগেছে, বুধবার ওমানের রাজধানী মাস্কাট থেকে কোচির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। রানওয়ে থেকে আকাশে ওড়ার প্রস্তুতি নেওয়ার সময়ই এই ঘটনা ঘটে। বিমানে মোট ১৪১ জন যাত্রী এবং ছ’জন কর্মী ছিলেন। তাঁদের সকলকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও টাইমস অব ওমানের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।
আরো পড়ুন:
ওমানে গাড়ি ভাংচুর ও চুরির অপরাধে একাধিক ব্যক্তি গ্রেফতার
ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের পদে পদে ভোগান্তি
বিমানবন্দরে ফ্রি টেলিফোন সুবিধা, সুফল পাবেন প্রবাসীরা
প্রবাসী বাবাকে বাঁচাতে ৭ বছরের মেয়ের আকুতি
সম্মানই যদি না পান, রেমিট্যান্স কেন পাঠাবেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post