বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৫ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত দেশটির চলমান নিরাপত্তা অভিযানে স্থানীয় আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। কুয়েতে বসবাসকারী বিদেশি নাগরিকদের অবৈধভাবে চলাচল বন্ধ করতে সক্রিয় হয়েছে দেশটির সরকার, এমনটি জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে অপরাধ ভিত্তিতে স্থানীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে কুয়েত সরকার।
সৌদি গণমাধ্যম দৈনিক আরব টাইমস এক প্রতিবেদন জানিয়েছে, বৈধ বাসস্থান থাকা সত্ত্বেও যাদের আয়ের উৎস নেই তাদের অধিকাংশই প্রান্তিক কর্মী। তারা বেশিরভাগই এক মালিকের ভিসায় এসে অন্য মালিকের কাজ করছে। যাকে অনেক প্রবাসী ফ্রি ভিসা নামে বলে থাকেন। তবে এই ফ্রি ভিসা নামে শুধুমাত্র কুয়েত নয়, গোটা মধ্যপ্রাচ্যেই কোনো ভিসা নেই। এটি ভিসার দালালদের দেওয়া নাম। মূলত এক মালিকের অধীনে বিদেশ যেয়ে ভিন্ন মালিকের কাজ করলে তা আইনের লঙ্ঘন। এছাড়াও মাদক বেচাকেনা, ট্রাফিক আইন লঙ্ঘন, ভিক্ষা ও পতিতাবৃত্তিসহ নানা অপরাধে জড়িত থাকার দায়ে অনেক প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন ও মিশরের নাগরিক রয়েছে বলে জানাগেছে।
আরো পড়ুন:
ওমানে গাড়ি ভাংচুর ও চুরির অপরাধে একাধিক ব্যক্তি গ্রেফতার
ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের পদে পদে ভোগান্তি
বিমানবন্দরে ফ্রি টেলিফোন সুবিধা, সুফল পাবেন প্রবাসীরা
প্রবাসী বাবাকে বাঁচাতে ৭ বছরের মেয়ের আকুতি
সম্মানই যদি না পান, রেমিট্যান্স কেন পাঠাবেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post