রাজধানী জুড়ে তীব্র যানজটের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি যাত্রীরা। এতে বিভিন্ন ফ্লাইট ব্যাহত হয়েছে। ১৩ সেপ্টেম্বর সকাল থেকে কিছুটা দেরিতে ছেড়ে গেছে ফ্লাইটগুলো। যদিও কোনো ফ্লাইট আনুষ্ঠানিকভাবে ‘ডিলে’ ঘোষণা করেনি। বিমানবন্দর সূত্র জানা গেছে, যাত্রীদের অপেক্ষায় সকাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ দুই বেসরকারি এয়ারলাইন্সের সৈয়দপুর, রাজশাহী, যশোর, কক্সবাজার, কলকাতা, কুয়ালালামপুর রুটের ফ্লাইট প্রায় এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষা করে উড্ডয়ন করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে তীব্র যানজটে আটকে পড়া অনেকেই বিমানবন্দরে নির্ধারিত সময়ে আসতে পারেননি। পরবর্তীতে অনেকেই ফ্লাইট মিস করার শঙ্কার বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ফোনে জানান। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ ট্রাফিক-উত্তর বিভাগের সঙ্গে যোগাযোগ করে। তবে বিমানবন্দরে ফ্লাইট চলাচলে আনুষ্ঠানিকভাবে কোনো বিঘ্ন ঘটেনি।
আরো পড়ুন:
ওমানে গাড়ি ভাংচুর ও চুরির অপরাধে একাধিক ব্যক্তি গ্রেফতার
ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের পদে পদে ভোগান্তি
বিমানবন্দরে ফ্রি টেলিফোন সুবিধা, সুফল পাবেন প্রবাসীরা
প্রবাসী বাবাকে বাঁচাতে ৭ বছরের মেয়ের আকুতি
সম্মানই যদি না পান, রেমিট্যান্স কেন পাঠাবেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post