ওমানে কয়েকটি এলাকায় চুরির অভিযোগে চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ ১৪ সেপ্টেম্বর পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আল দাখিলিয়া প্রদেশের বিভিন্ন দোকান ও বাড়ি ঘরে ভাংচুর করে চক্রের সদস্যরা। এদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। চক্রের সবাই বিদেশী নাগরিক বলে জানালেও তারা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ। বর্তমানে পৃথক তিনটি মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে ওমানের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহ করার কথা জানিয়েছে পুলিশ।
অপরদিকে ওমানের মুসান্দাম প্রদেশ থেকে বিপুল পরিমাণ মাদকের চালান জব্দ করেছে ওমান কাস্টমস। মাছ ধরার নৌকার মাধ্যমে সাগর পথে এই মাদকের চালানটি পাচার করার চেষ্টা করা হচ্ছিলো বলে জানিয়েছে কোস্ট গার্ড। এছাড়াও দেশটির আল সিব অঞ্চলে প্রবাসীদের একটি লেবার ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে পুলিশ।
আরো পড়ুন:
ওমানে গাড়ি ভাংচুর ও চুরির অপরাধে একাধিক ব্যক্তি গ্রেফতার
ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের পদে পদে ভোগান্তি
বিমানবন্দরে ফ্রি টেলিফোন সুবিধা, সুফল পাবেন প্রবাসীরা
প্রবাসী বাবাকে বাঁচাতে ৭ বছরের মেয়ের আকুতি
সম্মানই যদি না পান, রেমিট্যান্স কেন পাঠাবেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post