ওমানের মাস্কাটে বিবাহ বিচ্ছেদের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সোমবার (১২-সেপ্টেম্বর) দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশন (এনসিএসআই) এর প্রকাশিত প্রতিবেদন অনুসারে ২০২১ সালে দেশটিতে ৬০০০ টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। যা দেশটির জনসংখ্যা অনুপাতে বেশ উদ্বেগজনক।
জানাগেছে, অর্থনৈতিক চাপ ও পারিবারিক অশান্তির কারণে ভাঙন ধরছে সংসারে। স্বার্থের সংঘাত, অর্থনৈতিক অনটন, পর নর-নারীতে আসক্ত ও মাদকাসক্ত হয়ে পড়া এবং নারীবাদের উত্থানের প্রবণতা পাশ্চাত্যের অন্ধ কৌশলকে দায়ী করেছেন মাস্কাটের গভর্নর আদনান আল হেসনি।
প্রতিবেদন অনুযায়ী মাস্কাটেই ৮৫৩ টি বিবাহ বিচ্ছেদের খবর রেকর্ড করা হয়েছে। যা একক প্রদেশ হিসেবে সর্বোচ্চ। এরপরই রয়েছে আল বাতিনা প্রদেশের নাম। উক্ত প্রদেশে ২০২১ সালে ৭২৩ টি বিবাহ বিচ্ছেদের ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে সর্বনিম্ন ২৫ টি বিবাহ বিচ্ছেদের রেকর্ড করেছে মুসান্দাম প্রদেশ।
এনসিএসআই পরিসংখ্যান অনুসারে ২০২১ সালে মোট ৩৯০০০ হাজার ওমানি বিয় করেন। যার মধ্যে ৩৪ হাজার জন প্রথমবার বিয়ে করেছেন। ২১ সালের শেষ নাগাদ দেশটিতে বিবাহিত ওমানিদের সংখ্যা ছিলো ৯ লাখ ৭১ হাজার ৪৪২ জন। যাদের মধ্যে ৪৯ শতাংশ পুরুষ এবং ৫১ শতাংশ নারী। বিবাহিত ওমানিদের গড় বয়স ধরা হয়েছে ৪২ বছর।
পরিসংখ্যানে আরো বলা হয়েছে, বিবাহিতদের মধ্যে ২৫ শতাংশ ওমানি উচ্চ শিক্ষিত। ৩৭.৭ শতাংশ ওমানি সাধারণ ডিপ্লোমা করেছেন এবং ২৫.১ শতাংশ নাগরিক ডিপ্লোমার নিচে সার্টিফিকেটধারী। দেশটিতে কর্মরত ওমানিদের মধ্যে ৭৩ শতাংশ বিবাহিত এবং চাকরিপ্রার্থীদের মধ্যে ৬৬ শতাংশ অবিবাহিত। রিপোর্ট অনুসারে দেশটিতে আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেড়েছে তালাকের হার।
এদিকে, মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ সৌদি আরবে প্রতি ঘণ্টায় ৭টি বিবাহবিচ্ছেদ হচ্ছে। সম্প্রতি দেশটির জাতীয় পরিসংখ্যান দফতরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ। সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে পরিসংখ্যান দফতর জানিয়েছে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে সৌদি আরবে বিবাহবিচ্ছেদের হার বেড়েছিল ১২ দশমিক ৭ শতাংশ। পরবর্তী বছর ২০২১ সাল থেকে এই হার আরও বেড়েছে।
২০২০ সাল থেকে এ পর্যন্ত সৌদিতে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন জমা পড়েছে মোট সংখ্যা ৫৭ হাজার ৫০০টিরও বেশি এবং গত প্রায় দুই বছরের প্রতি মাসেই জমা পড়া আবেদনের সংখ্যা ছিল আগের মাসের চেয়ে বেশি। গালফ নিউজকে এক সৌদি কর্মকর্তা বলেন, বর্তমানে সৌদি আরবে প্রতি ঘণ্টায় ৭টি ডিভোর্স হচ্ছে। দশমিক হিসেবে বলা যায়, দেশটিতে প্রতি ১০টি বিয়ের ৩টিই ভেঙে গেছে গত দু’ বছরে।
বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক বন্ধন হ্রাস, বহুগামিতা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অতিমাত্রায় ভার্চুয়াল জগতে বিচরণ, অর্থনৈতিকভাবে নারীদের শক্ত অবস্থান, পেশাগত উন্নয়ন, আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন, সামাজিক মর্যাদা বৃদ্ধি, শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই বিবাহ বিচ্ছেদ এবং আলাদা থাকার প্রবণতা বাড়ছে। এছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে বুদ্ধিমত্তার পার্থক্য, তাদের মধ্যে সামাজিক মর্যাদা বা বয়সের বৈষম্যকে দায়ী করছেন অনেকেই।
আরো পড়ুন:
ওমানে গাড়ি ভাংচুর ও চুরির অপরাধে একাধিক ব্যক্তি গ্রেফতার
ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের পদে পদে ভোগান্তি
বিমানবন্দরে ফ্রি টেলিফোন সুবিধা, সুফল পাবেন প্রবাসীরা
প্রবাসী বাবাকে বাঁচাতে ৭ বছরের মেয়ের আকুতি
সম্মানই যদি না পান, রেমিট্যান্স কেন পাঠাবেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post