একজনকে দুবাই এবং আরেকজনকে পোল্যান্ডে চাকরি দেওয়া হবে। এই প্রলোভন দেখিয়ে তাদের থেকে নেওয়া হয় ১১ লাখ টাকা। অবশেষে দালালের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়ে দেশে ফিরেছেন শাহিন আলম ও তার ছেলে নাইম হোসেন। দুবাইয়ের হোটেলে তাদের আটকে রেখে নির্যাতন এবং পরিবারের মাধ্যমে মুক্তিপণ হিসেবে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র এমন অভিযোগ ভুক্তভোগীদের। শাহিন আলম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী শাহিন জানান, চলতি বছরের প্রথম দিকে উপজেলার দাদপুর গ্রামের নূর ইসলামের ছেলে মুস্তাকিন ও মোকসেদ ফকিরের ছেলে আরফান হোসেনের সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্রধরে চাকরির ব্যাপারে তার কথা হয়। ঐ সময় শাহিন আলমকে দুবাই এবং তার ছেলে নাইমকে পোল্যান্ডে চাকরি দেবে বলে উভয়পক্ষের মধ্যে মোট ১১ লাখ টাকার চুক্তি হয়।
চুক্তির প্রেক্ষিতে চলতি বছরের জুনের ত্রিশ তারিখে শাহিন আলম এবং তার ছেলে নাইম দুবাইতে যান। সেখানে প্রতারক চক্র তাদের একটি হোটেলে নিয়ে জোর করে আটকে রেখে তাদের ওপর নির্যাতন চালায়। পরে শাহিন ও তার ছেলে দুবাইতে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের সহযোগিতায় গত আগস্ট মাসের ১৯ তারিখ দেশে ফিরেন। পরে, এ ব্যাপারে উল্লাপাড়া থানায় অভিযোগপত্র দায়ের করেন শাহিন আলম। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম।
আরো পড়ুন:
ব্ল্যাক আউট ওমান, চরম দুর্ভোগে মানুষ
অর্থবছরের শুরুতে স্বস্তির বার্তা দিচ্ছে প্রবাসী আয়
কুয়েতে নতুন নির্দেশনা অমান্য করলে গুনতে হবে জরিমানা
বিমানবন্দরে আর ট্রলির সমস্যা হবে না, জানালেন বিমান প্রতিমন্ত্রী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post