ওমানে করোনা নিয়ন্ত্রণে দেশটির সর্বোচ্চ কমিটি ‘সুপ্রিম কমিটি’ আজ (মঙ্গলবার) নতুন এক আইন পাশ করেছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে করোনার সর্বশেষ পরিস্থিতি এবং এই রোগের বিস্তারকে সীমাবদ্ধ করতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য একটি বৈঠকে এই আইন পাশ করা হয়। নতুন আইনে বলা হয়েছে যে, ওমানে মহামারী করোনা বিস্তারকে সীমাবদ্ধ করার জন্য সতর্কতামূলক পদক্ষেপের কথা মাথায় রেখে আগামী ১৩-জুন দুপুর ১২টা থেকে মাসিরাহ, জাবাল আখদার, জাবাল সামস ও সালালার পর্যটন স্থান গুলো বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ করোনা ভাইরাসের তিনটি জেনেটিক্স উদ্ভাবন করেছে ওমান
গ্রীষ্মকালীন পর্যটকদের জন্য এ বছর এইসব পর্যটন স্থানে যাওয়ার অনুমতি মিলছেনা। আগামী ৩জুলাই পর্যন্ত এইসব পর্যটন স্থানে সকল ধরনের জনসমাগম করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির উপর নির্ভর করে অঞ্চল ভেদে নতুন সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কমিটি এটিও উল্লেখ করা হয়েছে। বৈঠকে আগামীকাল (১০-জুন) ওমানের আরও বেশকিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে কি কি প্রতিষ্ঠান পুনরায় চালু করার অনুমতি মিলছে এ ব্যাপারে পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে। সুত্রঃ ওমান অবজারভার
আরও দেখুনঃ মধ্যপ্রাচ্য থেকে ২৮ হাজার প্রবাসী ফিরবেন শিগগিরই
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post