সমকামিতার দায়ে মালদ্বীপে আলমগীর নামে এক বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে রায় দিয়েছেন দেশটির আদালত। উক্ত প্রবাসী মালদ্বীপে একাধিক পুরুষের সাথে সমকামিতার সম্পর্কে যুক্ত ছিলেন এবং আদালতে দায়ও স্বীকার করেছেন। দোষী সাব্যস্ত হওয়ায় ৭ মাস ৬ দিনের কারাদণ্ড দিয়েছেন দেশটির ফৌজদারি আদালত। ৪ সেপ্টেম্বর এই রায় দেওয়া হয়।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় পুরুষদের সাথে তার যৌন সম্পর্কের বেশ কয়েকটি ভিডিও ফাঁস হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। রাষ্ট্র তার বিরুদ্ধে ৩টি পৃথক অভিযোগ দায়ের করেছিল এবং তিনটি অভিযোগেই আলমগীরকে দোষী সাব্যস্ত করেছে। খবরে আরো বলা হয়েছে, কয়েকজন ব্যক্তির সাথে সমকামিতার সম্পর্ক করা। এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার জন্য দায় স্বীকার করেছেন আলমগীর। তাই দণ্ডবিধির ১১০৬ ধারা অনুসারে শাস্তি কমানো হয়েছে। আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৭ মাস ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। যেহেতু তাকে ১ মাস ১৯ দিনের জন্য হেফাজতে রাখা হয়েছিল, তাই এটি তার মূল সাজা থেকে কেটে নেওয়া হবে।
আরো পড়ুন:
আগস্টে রেমিট্যান্স এসেছে ২০৪ কোটি ডলার
বাংলাদেশ বিমানে ফের সক্রিয় টিকিট সিন্ডিকেট
আবারো মিয়ানমারের ছোড়া ২টি গোলা পড়লো বান্দরবানে
যে কারণে ৭০০ বছরেও খোলা হয়নি প্রিয় নবীজির রওজার মূল দরজা
প্রবাসী নারীর কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নিলো ‘জিনের বাদশা’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post