কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডেলিভারি সংস্থাগুলোর ইউনিয়নের সঙ্গে বৈঠকের পর নতুন নিয়ম ঘোষণা করেছে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।
নতুন নিয়ম অনুযায়ী, প্রত্যেক ডেলিভারিম্যানের পুষ্টি কর্তৃপক্ষের মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে, প্রতিটি ডেলিভারি গাড়িতে ডেলিভারি কোম্পানির স্টিকার থাকবে, ড্রাইভারের বাসস্থান একই কোম্পানির হতে হবে এবং সব চালককে অবশ্যই একটি সাধারণ ইউনিফর্ম পরতে হবে।
কুয়েতে বসবাসরত প্রায় আড়াই লাখ প্রবাসী বাংলাদেশির একটি বড় অংশ বর্তমানে ডেলিভারি চালক পেশায় নিয়োজিত। এই নিয়মটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এর আগে গত সপ্তাহে কুয়েতের ট্যাক্সিচালক ও অপারেটর কোম্পানির জন্য নতুন একটি নির্দেশনা জারি করেছে দেশটির ট্রাফিক বিভাগ।
সেখানে চালকদের নতুন নির্দেশনা অনুযায়ী বলা হয়েছে, হাইওয়ে এবং বিমানবন্দর থেকে কোনো যাত্রী নেওয়া যাবে না ট্যাক্সিতে। যাত্রী ছাড়া অন্য কোনো পণ্য বা খাবার পরিবহন করা যাবে না। চালকের সিটের পেছনে আরবি ও ইংরেজিতে থাকতে হবে ট্যাক্সি চালকের নাম, ফোন নম্বরসহ যাবতীয় তথ্য। এসব নিয়ম অমান্য করলে গুনতে হবে জরিমানা।
আরো পড়ুন:
আগস্টে রেমিট্যান্স এসেছে ২০৪ কোটি ডলার
বাংলাদেশ বিমানে ফের সক্রিয় টিকিট সিন্ডিকেট
আবারো মিয়ানমারের ছোড়া ২টি গোলা পড়লো বান্দরবানে
যে কারণে ৭০০ বছরেও খোলা হয়নি প্রিয় নবীজির রওজার মূল দরজা
প্রবাসী নারীর কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নিলো ‘জিনের বাদশা’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post