ওমানে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে দেশটির কাস্টম বিভাগ। ৫ সেপ্টেম্বর সারা বন্দরে অভিযান চালিয়ে এই সিগারেট জব্দ করা হয়। আজ এক বিবৃতিতে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য সাধারণ পণ্যের মতো উচ্চশুল্ক কর আরোপযোগ্য পণ্য সিগারেট গাড়ির ভেতরে লুকিয়ে রাখা হয়। সংঘবদ্ধ একটি চক্র পণ্য আমদানির আড়ালে শর্তযুক্ত পণ্য আমদানি করছে বলে জানায় কাস্টমস। পণ্য চালানে শর্তসাপেক্ষে আমদানি করা উচ্চশুল্ক কর আরোপযোগ্য সিগারেট আনার মাধ্যমে বিপুল রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়। তবে এই অভিযানে কাউকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানা যায়নি।
আরো পড়ুন:
আগস্টে রেমিট্যান্স এসেছে ২০৪ কোটি ডলার
বাংলাদেশ বিমানে ফের সক্রিয় টিকিট সিন্ডিকেট
আবারো মিয়ানমারের ছোড়া ২টি গোলা পড়লো বান্দরবানে
যে কারণে ৭০০ বছরেও খোলা হয়নি প্রিয় নবীজির রওজার মূল দরজা
প্রবাসী নারীর কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নিলো ‘জিনের বাদশা’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post