স্বাস্থ্যখাতে এক যুগান্তকারী পদক্ষেপ নিলো ওমান সরকার। এখন থেকে দেশটির নাগরিকদের জরুরী চিকিৎসা সেবা বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরের জন্য হোম অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে। ৫ সেপ্টেম্বর এ সেবার দ্বিতীয় পর্ব চালু করা হয়। অ্যাম্বুলেন্সের মহাপরিচালক কর্নেল ডাঃ হামাদ আবদুল্লাহ আল হাম্মাদি জানান, এ সেবার মাধ্যমে স্বাস্থ্যখাতে নতুন এক দিগন্ত উন্মোচন হয়েছে। জরুরী সেবা প্রয়োজন এমন রোগীদের দ্রুত স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসা যাবে।
যাদের শ্বাসযন্ত্রের রোগ, হৃদরোগ, প্রসব বাধাগ্রস্ত, গুরুতর ফ্র্যাকচার ও হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়াসহ গুরুতর রোগীদের জন্য এ সেবা দেয়া হবে। দ্বিতীয় ধাপের এ সেবা পাবে মাস্কাট, উত্তর আল বাতিনা ও আল দাখিলিয়া প্রদেশের বাসিন্দারা। এর আগে প্রথম পর্যায়ে হোম অ্যাম্বুলেন্স সেবা কেন্দ্র চালু করা হয় দেশটির মুসান্দাম, বুরাইমি, দাহিরা, আল উস্তা, দক্ষিণ ও উত্তর শারকিয়া প্রদেশে।
আরো পড়ুন:
আগস্টে রেমিট্যান্স এসেছে ২০৪ কোটি ডলার
বাংলাদেশ বিমানে ফের সক্রিয় টিকিট সিন্ডিকেট
আবারো মিয়ানমারের ছোড়া ২টি গোলা পড়লো বান্দরবানে
যে কারণে ৭০০ বছরেও খোলা হয়নি প্রিয় নবীজির রওজার মূল দরজা
প্রবাসী নারীর কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নিলো ‘জিনের বাদশা’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post