হাজিদের নির্দিষ্ট এয়ারপোর্ট ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিলো সৌদি আরব। সম্প্রতি ওমরাহ করতে আসা নাগরিকদের দেশটিতে প্রবেশে নির্দিষ্ট এয়ারপোর্ট ব্যবহার করার বাধ্যবাধকতা নেই। ওমরাহ পালনকারীরা দেশটির যেকোনো আন্তর্জাতিক এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করতে পারবেন জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
হজ মন্ত্রণালয় আরও জানিয়েছে, হাজিদের ইলেকট্রনিক মাধ্যমে ইতামারনা এপ্লিকেশন থেকে ওমরাহ হজের জন্য আবেদন করতে হবে। সেখানে তিনি করোনা আক্রান্ত নন এ ব্যাপারে তথ্যাবলী প্রদান করতে হবে। ইতামারনা এপ্লিকেশনে রেজিস্ট্রেশন করে ওমরাহ পারমিট গ্রহণ করার জন্য হাজির অবশ্যই দেশটিতে প্রবেশের ভিসা থাকতে হবে। এছাড়াও ওমরাহ ভিসার মেয়াদ ৯০ দিন। ভিসার মেয়াদ থাকা অবস্থায় উমরাহ হাজিরা সৌদি আরবের মক্কা, মদিনা থেকে শুরু করে যেকোনো শহরে ভ্রমণ করতে পারবেন।
আরো পড়ুন:
আগস্টে রেমিট্যান্স এসেছে ২০৪ কোটি ডলার
বাংলাদেশ বিমানে ফের সক্রিয় টিকিট সিন্ডিকেট
আবারো মিয়ানমারের ছোড়া ২টি গোলা পড়লো বান্দরবানে
যে কারণে ৭০০ বছরেও খোলা হয়নি প্রিয় নবীজির রওজার মূল দরজা
প্রবাসী নারীর কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নিলো ‘জিনের বাদশা’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post