পাওনা টাকা উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখিয়ে জর্ডানপ্রবাসী এক নারীর কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ‘জিনের বাদশা’ পরিচয়ে এক প্রতারক চক্র। ওই চক্রের দুই সদস্য নেছার উল্যাহ ও আমান উল্যাহকে রাজধানীর দক্ষিণখানের কাওলা থেকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানায়, প্রতারক চক্রটি ইউটিউব, ফেসবুক ও বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে আধ্যাত্মিক বিজ্ঞাপন প্রচার করে। বলা হয়, পাওনা টাকা উদ্ধারসহ যাবতীয় সমস্যা সমাধান করে দেওয়া হবে। বিজ্ঞাপন দেখে লোকজন প্রলুব্ধ হয়। বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরে জর্ডানপ্রবাসী এক বাংলাদেশি নারী ফোন করে জানতে চান, তাঁর পাওনা টাকা আদায় করে দিতে পারবে কিনা? ‘জিনের বাদশা’ নামে প্রতারক চক্রের সদস্যরা টাকা উদ্ধার করে দিতে পারবে বলে জানায়। এরপর কৌশলে তাঁর কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।
সিআইডি আরও জানায়, প্রতারণার ঘটনায় ভাটারা থানায় মামলা হলে নেছার ও আমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, নানা প্রলোভন দেখিয়ে তারা আরও একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।
আরো পড়ুন:
মারা গেলেন ওমান প্রবাসী আপন চার ভাই
‘প্রবাসীদের রেমিট্যান্স-যোদ্ধা বলে লাভ নেই’
ওমানে মহামারির মতো ছড়িয়ে পড়ছে বিবাহবিচ্ছেদ
ইতিহাসের সবচেয়ে বড় মাদকের চালান ধরলো সৌদি
স্বর্ণ চোরাচালান বন্ধে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিলো বাজুস
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post