পৃথিবীর সবচেয়ে কষ্টের বিষয় বাবার কাঁধে সন্তানের লাশ। আর এই প্রচণ্ড কষ্টটি পেলেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানউল্যা ইউনিয়নের হাজী ফকরুল ইসলাম। যে সন্তানদের পরম-মমতায় কোলে পিঠে করে বড় করেছেন, জীবনের পড়ন্ত বেলায় এসে ৪ সন্তানের লাশ কাঁধে বয়তে হয়েছে তাকে। ভাগ্যের নির্মমতায় নিজের চার সন্তানই মারা গেলেন। প্রথমে গত ২০২০ সালের ডিসেম্বরে ওমানের একটি কূপে দুই ছেলের মৃত্যু হয়। এরপর ইসমাইল নামের আরেক ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। সর্বশেষ ছিলেন ইব্রাহিম, তিনিও ভাইদের শোঁকে অসুস্থ হয়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন।
এ ব্যাপারে ওমান থেকে প্রবাস টাইমকে হাফেজ উসমান গনি নামে এক প্রবাসী বলেন, জীবিকার সন্ধানে ২০ বছর আগে ওমানের জালান জেলার আল ওয়াফি এলাকায় কাজ করতে যান মো. মোস্তফা। পাঁচ বছর পর তিনি ছোট ভাই নাসির উদ্দিনকেও তার কাছে নিয়ে যান। তারা দুই ভাই বিদ্যুৎ মিস্ত্রী হিসাবে একটি কোম্পানিতে চাকরি করতেন। ওমানের একটি গভীর কূপে দুই ভাইয়ের মৃত্যু হয়।
এরপর থেকেই অসুস্থ ছিলেন ইব্রাহিম। দীর্ঘদিন অসুস্থ থেকে অবশেষে ৩১ আগস্ট সকালে নিজ বাড়িতে মারা যান। তবে, তার বাকি তিনভাইয়ের মৃত্যু ওমানে হয়। পরিবারের ৪ সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা। শোকের মাতম নেমেছে পুরো গ্রামজুড়ে। ভেঙে চুরমার হয়ে গেছে পরিবারের সকল স্বপ্ন।
এদিকে, ওমানের রুসতাক হাজান নামক অঞ্চলে মোহাম্মাদ দেলোয়ার হোসেন নামে আরেক প্রবাসীর মৃত্যু হয়েছে। ওমান থেকে তার ভাগিনা নুরুল হুদা প্রবাস টাইমকে বলেন, গত ২৭ আগস্ট সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাঁসপাতালে ভর্তি ছিলেন। তিনদিন আইসিইউতে থেকে অবশেষে ৩০ আগস্ট মারা যান। বর্তমানে তার মরদেহ রুসতাক মেডিকেলের মর্গে রাখা আছে।
দেলোয়ারের দেশের বাড়ি চট্টগ্রামের বাশখালি রাতারকুল গ্রামে। পরিবারে তার দুইটি মেয়ে আছে, যার মধ্যে একজনের বয়স ৪০ দিন। নিজের ছোট মেয়েকে দেখতে দেশে আসতে চেয়েছিলেন দেলোয়ার। কিন্তু ভাগ্যের নির্মমতায় নিজের মেয়েকেও দেখা হলোনা তার। আর্থিকভাবে খুবই অসহায় দেলোয়ারের পরিবার। মরদেহ দেশে পাঠাতে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন দেলোয়ারের ভাগিনা নুরুল হুদা।
আরো পড়ুন:
চলন্ত ফ্লাইটে মাঝ আকাশে ২ পাইলটের মারামারি
প্রশিক্ষণের অভাবে দক্ষতায় পিছিয়ে প্রবাসী শ্রমিকেরা
ট্যাক্সি চালকদের জন্য নতুন নির্দেশনা জারী করলো কুয়েত
২০ বছরের প্রবাস জীবন শেষ করে বাক্সবন্দী হয়ে দেশে ফিরবেন আলী!
২৫ দিনে সাড়ে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post