দীর্ঘদিন আইনি জটিলতায় আটকে থাকার পর অবশেষে আগামী ৩ সেপ্টেম্বর হতে যাচ্ছে বায়রা নির্বাচন। এবারের নির্বাচনে ১০৪২ জন ভোটারের মধ্যথেকে ১৮২ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করে বায়রা নির্বাচন বোর্ড। যার মধ্যে তিনটি প্যানেল অংশ নিচ্ছে। এ দিকে বায়রা নির্বাচন অনুষ্ঠানের সময় যত ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে এর প্রচার প্রচারণা। এবারের নির্বাচনে জয়ী হলে নতুন নতুন শ্রমবাজার খোজার পাশাপাশি মানবপাচার আইনের অপপ্রয়োগ রোধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বায়রার সাবেক অর্থসচিব ফখরুল ইসলাম। ২৯ আগস্ট প্রবাস টাইমে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
নানা নাটকীয়তার পর মালয়েশিয়ার শ্রমবাজার কব্জায় নিয়েছে ২৫ সিন্ডিকেট। এবার তাদের টার্গেট বায়রা নিয়ন্ত্রণে নেয়ার। সেই লক্ষ্য মালয়েশিয়ার শ্রমবাজারে শ্রমিক পাঠানোর সুযোগ দেয়ার কথা বলে কৌশলে তাদের দলে আরো ২৫০ রিক্রুটিং এজেন্সি মালিককে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন বায়রার এই নেতা।
সিন্ডিকেটমুক্ত শ্রমবাজার প্রতিষ্ঠা করা, বায়রায় গণতন্ত্র ফিরিয়ে আনা, সদস্য বান্ধব বায়রা গড়া সম্মিলিত সমন্বয় পরিষদের উদ্দেশ্য। সিন্ডিকেটমুক্ত সকল এজেন্সি মালিক যেন নিজের লাইসেন্স দিয়ে কাজ করতে পারে সে ব্যবস্থা নেবে সম্মিলিত ঐক্য পরিষদ।
আরো পড়ুন:
চলন্ত ফ্লাইটে মাঝ আকাশে ২ পাইলটের মারামারি
প্রশিক্ষণের অভাবে দক্ষতায় পিছিয়ে প্রবাসী শ্রমিকেরা
ট্যাক্সি চালকদের জন্য নতুন নির্দেশনা জারী করলো কুয়েত
২০ বছরের প্রবাস জীবন শেষ করে বাক্সবন্দী হয়ে দেশে ফিরবেন আলী!
২৫ দিনে সাড়ে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post