কুয়েত প্রতিনিধি
দুবাইতে অনুষ্ঠিত এশিয়া কাপের উন্মাদনা বাড়াতে বাঘের বেশে মাঠে থাকবেন কুয়েত প্রবাসী মারুফ। ক্রিকেট পাগল এই প্রবাসী ইতিমধ্যেই কুয়েত থেকে ছুটে গেছেন আমিরাত। ঢাকা-চট্টগ্রামের ক্রিকেটপাড়ায় পরিচিত ‘টাইগার মারুফ’ এবার দুবাইর মাঠে বাঘের হুঙ্কার দিবেন।
২০১৬ সালের শেষের দিকে জীবিকার তাগিদে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। প্রবাসে এসেও ভুলেননি প্রিয় ক্রিকেটকে। কুয়েত আসার আগে বাংলাদেশ ক্রিকেট দলকে সাপোর্ট দিতে বাঘ সেজে গ্যালারিতে বসে মাঠ কাঁপাতেন তিনি। এর আগে গত ২০১৬ সালে ইন্ডিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে যেতে না পারলেও নিজ খরচে ইন্ডিয়ার গ্যালারিতে বসে ক্রিকেটারদের মনোবল বাড়াতে দিয়েছেন বাঘের হুংকার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেও দলকে জেতাতে না পারায় কেঁদেছিলেন এই ক্রিকেটপ্রেমী। সেদিনের কান্নার দৃশ্য দেশের সব পত্রিকা, টিভি চ্যানেলে শিরোনাম হয়েছিল। এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ায়। আইসিসির ভেরিফাইড পেজেও পোস্ট হয়েছিল টাইগার মারুফের অশ্রুসিক্ত সেই ছবি। চট্টগ্রামের মিরসরাই উপজেলার পশ্চিম মায়ানী খোনারপাড়া গ্রামের একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান মারুফ।
আরো পড়ুন:
চলন্ত ফ্লাইটে মাঝ আকাশে ২ পাইলটের মারামারি
প্রশিক্ষণের অভাবে দক্ষতায় পিছিয়ে প্রবাসী শ্রমিকেরা
ট্যাক্সি চালকদের জন্য নতুন নির্দেশনা জারী করলো কুয়েত
২০ বছরের প্রবাস জীবন শেষ করে বাক্সবন্দী হয়ে দেশে ফিরবেন আলী!
২৫ দিনে সাড়ে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post