কুয়েতে কয়েক দিন ধরেই রেকর্ড তাপমাত্রা বিরাজ করছে। সূর্য অস্ত যাওয়ার পরেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না। দিনের বেলা তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তীব্র দাবদাহে বিপর্যস্ত কুয়েত। গরমের প্রভাব পড়েছে দেশটির জনপ্রিয় ফ্রাইডে মার্কেটে। গরমের কারণে ক্রেতাশূন্য হওয়ায় ক্ষতির আশঙ্কায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। এই মার্কেটে বিভিন্ন দেশের পাশপাশি বাংলাদেশিরাও অনেকে ব্যবসায় জড়িত রয়েছেন। দাবদাহের কারণে স্থানীয় নাগরিকসহ বিভিন্ন দেশের প্রবাসীদের পদচারণায় সবসময় মুখরিত থাকা মার্কেটটি বর্তমানে ক্রেতাশূন্য অবস্থায় রয়েছে।
একজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী বলেন, ‘এখন আমাদের বেচাকেনা ভালো না। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। শীতকালের দিকে বিক্রি বাড়তে পারে। এখন কুয়েতিরা গরমের কারণে বিভিন্ন দেশে ভ্রমণে গেছে। তারা আবার ফিরে এলে বেচাকেনা বাড়তে পারে।’
করোনার ক্ষতি না কাটতেই গরমের এই প্রভাব মড়ার উপর খাঁরার ঘা হয়ে দেখা দিয়েছে মার্কেটের প্রবাসী ব্যবসায়ীদের মধ্যে। ক্ষতি পোষানো তো দূরের কথা, ব্যবসা চালানো নিয়েই আশঙ্কা করছেন অনেকে। সামনে শীত মৌসুমে স্বাভাবিক সময়ের মতো আবারও ক্রেতাসমাগম হবে ফ্রাইডে মার্কেটটিতে বলে আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা।
আরো পড়ুন:
ওমানে ক্রেন দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যু
সৌদিতে প্রাইভেটকার খাদে পড়ে ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু
মজুরির দাবিতে বিক্ষোভ করায় শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে কাতার
মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমামের ১০ বছরের কারাদণ্ড দিল সৌদি!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post