পাকিস্তানে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশটিতে অস্বাভাবিক মৌসুমি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার মানুষের প্রাণহানি হয়েছে এবং ৩ কোটিরও বেশি মানুষ বাস্তুচূত্য হয়েছেন। বন্যা মোকাবেলায় ইতোমধ্যেই “জাতীয় জরুরি অবস্থা” ঘোষণা করেছে শাহবাজ সরকার। বর্তমানে, পাকিস্তানের অর্ধেকেরও বেশি পানির নিচে রয়েছে, দেশটির চারটি প্রদেশের ১০০ টিরও বেশি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের অবস্থা সবচেয়ে খারাপ।
বন্যার কারণে সেখানকার রাস্তা ঘাট ডুবে আছে। বিচ্ছিন্ন রয়েছে, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগও। ইতিমধ্যেই বেলুচিস্তানে বিমান, সড়ক ও রেল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় দেশটির আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কাতার, সৌদি, ওমান, আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশ। আজ এক বিবৃতিতে সমবেদনা জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক।
আরো পড়ুন:
ওমানে ক্রেন দুর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যু
সৌদিতে প্রাইভেটকার খাদে পড়ে ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু
মজুরির দাবিতে বিক্ষোভ করায় শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে কাতার
মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমামের ১০ বছরের কারাদণ্ড দিল সৌদি!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post