প্রথম ধাপে সফল ভাবে কর্মী প্রেরণের পর দ্বিতীয় ধাপে ৩০ জন কর্মী গেলো মালয়েশিয়া। সোমবার (২২ আগষ্ট ) গ্রীনল্যান্ড ওভারসিজ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে রাত ১১ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করেন কর্মীরা।
জানায় যায়, আগষ্টের শেষ সপ্তাহ থেকে প্রতিদিনই কর্মীদের ফ্লাইট রয়েছে। আর সেপ্টেম্বর মাসের শুরু থেকে প্রতিদিন তিন থেকে চারটি করে ফ্লাইটে কর্মী মালয়েশিয়ায় যাবে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সির মালিকরা। এখন পর্যন্ত সরকারি ভাবে মালয়েশিয়ায় কর্মী গেছেন ৮৩ জন। মালয়েশিয়ায় কর্মী যাওয়ার এই ধারা অব্যাহত থাকলে রেকর্ড সংখ্যক কর্মী বিদেশে পাঠানো যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরো পড়ুন:
মালয়েশিয়ায় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন
ডলার পাচার রোধে বিমানবন্দরে কঠোর নজরদারী
ইউরোপ-আমেরিকাকে ছাড়িয়ে যাচ্ছে সৌদি আরব
প্রাণে রক্ষা পেল বিমানের ২৭৪ যাত্রী, ঢাকায় জরুরি অবতরণ
ঢাকা বিমানবন্দরে লাগেজ নিয়ে দুর্ভোগ যেন দিনদিন বাড়ছেই
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post