মালয়েশিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলাদেশী সহ মোট ৪০০ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ১৪৭ জন স্থানীয় নাগরিক ও ২৫৩ জন বিদেশী নাগরিক রয়েছে। দেশটির পাইকারি মার্কেট সেলাইয়েং পাছার বরং থেকে তাদেরকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৩৫ জন বিদেশী কর্মীকে গ্রেফতার দেখানো হয়।
গত ১৮ আগস্ট দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার দিনব্যাপী এই অভিযানে বালাই পুলিশ ও ইমিগ্রেশন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি সরকারি সংস্থা যোগ দেয়। ব্যবসা পরিচালনার লাইসেন্স, ওয়ার্ক পারমিটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
আটকদের মধ্যে মায়ানমার, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপাল ও ভারতের নাগরিক রয়েছে। তাদের মধ্যে বিভিন্ন অপরাধে ৩৫ জনকে গ্রেফতার করা হয় এবং ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। তবে কোন দেশের কতজন রয়েছে তা জানানো হয়নি।
আরো পড়ুন:
কাতারের শ্রম বাজার খোলার পূর্বাভাষ!
প্রবাসীরা আমাদের মাথার মুকুট: পরিকল্পনামন্ত্রী
সৌদি আরবে কর্মরত অবস্থায় মারা গেলেন দুই প্রবাসী
রেমিট্যান্সের প্রণোদনা ৪ শতাংশ করার দাবী আমিরাত প্রেসক্লাবের
বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে পাঠাতে কুয়েত প্রবাসীদের আহ্বান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post