ওমানের আল হাজর পর্বতমালা ও ধোফারের আশেপাশের এলাকায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। আজ আবহাওয়া অধিদপ্তর জেনারেল ডিরেক্টর বলেন, ধোফারের পাহাড়ি অঞ্চল ও উপকূল এলাকায় মেঘের পূর্ভাবাস রয়েছে, সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সেই সাথে আল উস্তা ও ধোফারের মরুভূমিতে ধুলো ঝড়ের সম্ভাবনা রয়েছে। এতে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে বলা হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের 8৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এর প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। পরবর্তী নিদেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আরো পড়ুন:
হুন্ডি কী বা হুন্ডি কাকে বলে ?
মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর
ওমান প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা
নতুন অভিবাসী আইনে বাড়ছে কারাদণ্ড, কমছে জরিমানা
প্রবাসীর আয়ের টাকায় কেনা জমির ভাগ চাওয়ায় প্রবাসীকেই খুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post