স্বপ্ন ছিলো ওমান যাবেন, দুইদিন বাদেই ছিলো মেডিক্যালের তারিখ। সোনার হরিণ এর আশায় ওমান যাওয়ার জন্য ব্যাগও গুছিয়ে রেখেছিল। কিন্তু ভাগ্যের নির্মমতায় ওর আর ওমান যাওয়া হলো না স্বপনের। সোমবার (১৫-আগস্ট) রাজধানীর চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে লাগা আগুনে অগ্নিদগ্ধ নিহত ছয়জনের মধ্যে একজন স্বপন সরকার।
তার বাড়ি সিলেটের হবিগঞ্জে। তিনি প্লাস্টিক কারখানা সংলগ্ন একটি হোটেলে কাজ করতেন। স্বপন সরকারের দুইভাই সজল ও কাজল সরকার বলেন, ওমান যাওয়ার ইচ্ছা ছিল তার। এখনো ভিসা হয়নি। কথা ছিল বাড়িতে গিয়ে মেডিকেল চেকআপ করবে সে। ব্যাগও গুছিয়ে রেখেছিল। কিন্তু ওর আর ওমান যাওয়া হলো না।
এর আগে দুপুর ১২টার দিকে চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ওই ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
বিকেল সাড়ে ৫টার পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে নেওয়া হয়। এসময় হাসপাতালের বাইরে স্বজদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রত্যেকেই তাদের স্বজনের ছবি নিয়ে বারবার ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ছোটাছুটি করতে থাকেন।
আরো পড়ুন:
কুয়েতে চলছে কঠোর অভিযান, তিন শতাধিক প্রবাসী গ্রেফতার
সৌদিতে শ্রম আইন সংস্কার, সুবিধা পাবে নারী শ্রমিকেরা
শারজায় অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী প্রবাসী উৎসব
বিমানবন্দরে কাটা লাগেজ নিয়ে বিড়ম্বনায় যাত্রীরা
১৪০০ কোটি টাকা পাচারের ‘মূল হোতা’ গ্রেফতার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post