নারীরা যে সব সময় লম্বা পুরুষদেরকেই পছন্দ করেন তা কিন্তু নয়। গবেষকরা এ বিষয়ে বলছেন ভিন্ন কথা। বিভিন্ন সমীক্ষা ও গবেষণার তথ্য বলছে, লম্বা নয় বরং খাটো পুরুষরাই নাকি জীবনসঙ্গী হিসেবে সেরা।
খাটো পুরুষদের মধ্যেই নাকি বিবাহবিচ্ছেদ কম। এমনকি সঙ্গীর ভালোমন্দও নাকি এরা বেশি বোঝেন অন্যদের চেয়ে। চলুন তবে জেনে নেওয়া যাক ঠিক কী কী কারণে গবেষকরা দাবি করছেন যে, খাটো পুরুষরাই জীবনসঙ্গী হিসেবে সেরা-
খাটো পুরুষদের মধ্যে বিবাহবিচ্ছেদের সম্ভাবনা কম
১৯৮৬-২০১১ সাল পর্যন্ত করা এক সমীক্ষায় গবেষকরা দেখার চেষ্টা করেছেন যে, উচ্চতা অনুযায়ী বিবাহবিচ্ছেদের ঝুঁকি কাদের মধ্যে বেশি। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানীদের মতে, বিগত বছরগুলোতে করা সমীক্ষার তথ্য অনুযায়ী জানা যায় গড় উচ্চতা ও লম্বা পুরুষদের তুলনায় খাটো পুরুষরা দেরিতে বিয়ে করেন। খাটো পুরুষদের মধ্যে বিবাহবিচ্ছেদের সম্ভাবনা ৩২ শতাংশ কম বলেও জানানে গবেষকরা।
খাটো পুরুষরা ঘরের কাজ বেশি করেন
গবেষণায় দেখা গেছে, খাটো পুরুষরা সত্যিই লম্বা পুরুষদের তুলনায় বেশি ঘরের কাজ করেন। সমীক্ষার তথ্যমতে, খাটো পুরুষরা প্রতি সপ্তাহে প্রায় ৮ ঘণ্টা ২৮ মিনিট ঘরের কাজ করেন। অন্যদিকে লম্বা পুরুষরা সপ্তাহে সাড়ে ৭ ঘণ্টারও কম সময় কাজ করেন।
তারা আয়ও বেশি করেন
সমীক্ষা অনুসারে, ৭৮ শতাংশ খাটো পুরুষই তাদের স্ত্রী/বান্ধবীদের চেয়ে বেশি উপার্জন করেন। অন্যদিকে গড় উচ্চতার পুরুষরা প্রায় ৬৯ শতাংশ ও লম্বা পুরুষরা প্রায় ৭১ শতাংশ বেশি নারী সঙ্গীর চেয়ে বেশি উপার্জন করেন।
আরো পড়ুন:
মালয়েশিয়ায় বাড়ছে ম্যালেরিয়া, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
পাহাড় থেকে ৬ জনকে উদ্ধার করেছে ওমান পুলিশ
সৌদি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানালেন রাষ্ট্রদূত
ভাইরাল পাকিস্তানি যুবকের সঙ্গে দেখা করলেন দুবাইয়ের যুবরাজ
কাতারে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি পোশাকের চাহিদা, বিনিয়োগ বাড়াচ্ছে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post