কুয়েতে কঠোর অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। ১৩ আগস্ট বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল জিলিব আল শুয়েখ ও মাহবুল্লাহ নামক এলাকায় অভিযান চালিয়ে ৩৯৪ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ, ভারত, মিশর ও অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। তবে কতজন বাংলাদেশি রয়েছে, তার সঠিক তথ্য এখনো জানা যায়নি।
স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা গেছে, মাদকসেবন, ট্রাফিক আইন না মানা, জুয়া খেলা ও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রে জানাগেছে, অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার আল বারজাসের নেতৃত্বে জিলিব আল শুয়েখের সব পথ ঘিরে কঠোর অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের নিজ দেশে পাঠিয়ে দেওয়াসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
মালয়েশিয়ায় বাড়ছে ম্যালেরিয়া, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
পাহাড় থেকে ৬ জনকে উদ্ধার করেছে ওমান পুলিশ
সৌদি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানালেন রাষ্ট্রদূত
ভাইরাল পাকিস্তানি যুবকের সঙ্গে দেখা করলেন দুবাইয়ের যুবরাজ
কাতারে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি পোশাকের চাহিদা, বিনিয়োগ বাড়াচ্ছে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post