বৈধ পথে রেমিট্যান্সে পাঠাতে বাংলাদেশীদের উৎসাহ দিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী উৎসব ২০২২। আগামী ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর শারজার এক্সপো সেন্টারে এই উৎসব অনুষ্ঠিত হবে। বৈধ পথে টাকা প্রেরণে প্রবাসীদের সম্মাননা দেওয়া হবে। সেইসাথে বৈধ পথে টাকা পাঠানোর উপকারিতা ও দেশের কল্যাণের বিষয়ে জানাতে প্রবাসী উৎসবের আয়োজন করেছে আইডিয়া গ্যালারি ও সাহরা অ্যাডভার্টাইজিং এলএলসি।
এছাড়াও আগামী পহেলা সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ পথে তথা যেকোনো ব্যাংক বা এক্সচেঞ্জের মাধ্যমে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীর জন্য থাকবে বিশেষ পুরস্কার। অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা এবং ব্যাংক বাজার কর্মসূচি চলবে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত। উৎসবকে কেন্দ্র করে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
আরো পড়ুন:
মালয়েশিয়ায় বাড়ছে ম্যালেরিয়া, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
পাহাড় থেকে ৬ জনকে উদ্ধার করেছে ওমান পুলিশ
সৌদি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানালেন রাষ্ট্রদূত
ভাইরাল পাকিস্তানি যুবকের সঙ্গে দেখা করলেন দুবাইয়ের যুবরাজ
কাতারে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি পোশাকের চাহিদা, বিনিয়োগ বাড়াচ্ছে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post