দীর্ঘদিন লকডাউনের পর অবশেষে ওমানে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে হোটেল। সেক্ষেত্রে দেশ ও বিদেশের পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ব্যবস্থা গ্রহণ করবে ওমান সরকার বলে জানিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়। পর্যটকদের বর্তমান পরিস্থিতিতেও সকল ধরনের সুযোগ-সুবিধা দেওয়াসহ কোনও ধরনের বিশৃঙ্খলা যেনো তৈরি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
দেশটির সকল হোটেলে কোভিড-১৯ মোকাবেলায় সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একইসাথে হোটেলের কর্মীদের উচ্চস্তর থেকে নিম্নস্তরে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সকল কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় সকল প্রকার ব্যবস্থা নিতে হবে। যাতে কোনো কর্মী বা পর্যটকের করোনা উপসর্গ দেখা না যায়। সমস্ত হোটেলে পর্যটকদের মাস্ক ও জীবাণুনাশক সরবরাহ করতে হবে। তাদের লাগেজ সাবধানে জীবাণুমুক্ত করতে হব। পর্যটকদের অবশ্যই সামাজিক দূরত্ব মেনে হোটেলে থাকতে হবে।
আরও পড়ুনঃ ওমানে এনওসি প্রথা বাতিল
তবে রেস্তোরায় পর্যটকদের খাবার ও পানীয়ের অনুমতি দেওয়া হবে না। তবে যদি কোনও রেস্তোরা হোম ডেলিভারি প্রদান করে তাহলে অনুমতি পাওয়া যাবে। হোটেলের প্রত্যেকটি লবিতে পর্যটকের সংখ্যা কমাতে হবে। জিমে এন্ট্রি দেওয়া হবে তবে কম সংখ্যক ব্যক্তি জিম করতে পারবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সকল প্রকার হোটেলে সুইমিং পুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পর্যটন মন্ত্রণালয়।
আরও দেখুনঃ করোনা সঙ্কটেও ঈদের মাসে দেড় বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রবাসীদের
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post