ওমানের দুর্গম পাহাড়ে গিয়ে আটকে পড়া ছয় জনকে উদ্ধার করেছে রয়্যাল ওমান পুলিশ। ১২ আগস্ট সন্ধ্যায় নিজওয়া প্রদেশের একটি পাহাড়ে খুঁজে পাওয়া যায় তাদের। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা দুর্গম পাহাড়ে উঠতে গিয়ে আটকা পড়ে এবং খাড়া পাহাড় বেয়ে নামার পথ হারিয়ে ফেলে। পাহাড়ের বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে, কোন উপায় না পেয়ে তারা জাতীয় জরুরি সেবা নাম্বারে কল করে। পরে উদ্ধার অভিযানে নামে রয়্যাল পুলিশ। এসময় ছয় পর্যটক অক্ষত ভাবে উদ্ধার করা হয়। তবে তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
এদিকে অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রি বিক্রির অভিযোগে বিপুল পরিমাণ ফলমুল ধ্বংস করেছে দেশটির স্থানীয় প্রশাসন। আজ টাইমস অব ওমানের খবরে বলা হয়েছে, মাস্কাটের আল সিব এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এইসব পণ্য জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, কিছু প্রবাসী অল্প মুল্যে পচা ফল রাস্তায় বিক্রি করতো।
আরো পড়ুন:
কাতার যাওয়ার পথে মারা গেলেন হাদিউল হক
বাংলাদেশকে ১৮ টি দামী ঘোড়া উপহার দিলো কাতার
বিমানবন্দরে প্রবাসীকে চর মারার ঘটনায় কাস্টম কর্মকর্তা বরখাস্ত
ওমানে আবহাওয়া নিয়ে ভুল তথ্য দিলে ৫০ হাজার রিয়াল জরিমানা!
ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post