কিছুদিন আগে দুবাইর ব্যস্ত রাস্তা থেকে ইট সরিয়ে সংবাদের শিরোনামে আসা সেই ডেলিভারি রাইডার আব্দুল গফুরের সাথে দেখা করলেন দুবাইর ক্রাউন প্রিন্স! গত ১১ আগস্ট যুক্তরাজ্য থেকে সংযুক্ত আরব আমিরাতে ফিরে আসার পর শেখ হামদান মাকতুম প্রথমে সেই পাকিস্তানি প্রবাসীর সঙ্গে দেখা করেন।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানাগেছে, ব্যস্ত রাস্তার মাঝ থেকে কংক্রিটের ইট সরিয়ে দিচ্ছেন উক্ত পাকিস্তানি প্রবাসী এবং এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে মুহূর্তেই ভাইরাল হয় প্রবাসী হাকিমের এমন কাজের ভিডিও।
যা নজরে আসে দুবাইয়ের যুবরাজেরও। পরোপকারী গফুরকে খুঁজতে শেখ হামদান তার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, দুবাইতে ভালো কাজের প্রশংসা করা হয়। কেউ কি আমাকে এই ব্যক্তির সন্ধান দিতে পারেন? পরবর্তীতে গফুরের সন্ধান পেলে তাকে সরাসরি ফোন দেন শেখ হামদান। দুবাইর যুবরাজের ফোন পেয়ে নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না বলে খালিজ টাইমসকে জানান গফুর। বিদেশের মাটিতে গফুরের মতো এমন কাজে নিজ দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এমন মত দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
আরো পড়ুন:
কাতার যাওয়ার পথে মারা গেলেন হাদিউল হক
বাংলাদেশকে ১৮ টি দামী ঘোড়া উপহার দিলো কাতার
বিমানবন্দরে প্রবাসীকে চর মারার ঘটনায় কাস্টম কর্মকর্তা বরখাস্ত
ওমানে আবহাওয়া নিয়ে ভুল তথ্য দিলে ৫০ হাজার রিয়াল জরিমানা!
ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post