পাঁচ বছর প্রবাস জীবন কাটিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফেনীর কাতার প্রবাসী ওহিদুল ইসলাম (৩০)। ফেরাও হলো; তবে কফিনবন্দি লাশ হয়ে। মঙ্গলবার (০৯ আগস্ট) রাতে কাতার থেকে তার মরদেহ ঢাকায় এসে পৌঁছায়।
ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের দেড়পাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে ওহিদুল। পাঁচ বছর আগে পরিবারের ভাগ্য ফেরানোর আশায় কাতারে পাড়ি জমিয়েছিলেন তিনি। ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম জানান, মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গত ৪ আগস্ট সড়ক দুর্ঘটনায় নিহত হন ওহিদুল ইসলাম।
বুধবার (১০ আগস্ট) সকালে ওহিদুল ইসলামের মরদেহ তার দেড়পাড়া গ্রামের বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।
একই দিন বিকেলে দেড়পাড়া গ্রামের ঈদগাহ মাঠে তার জানাজা হয়। পরে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, চলতি মাসে ছুটিতে বাড়ি ফেরার কথা ছিল ওহিদুলের। এরই মধ্যে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। ওহিদুলের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
আরো পড়ুন:
কাতার যাওয়ার পথে মারা গেলেন হাদিউল হক
বাংলাদেশকে ১৮ টি দামী ঘোড়া উপহার দিলো কাতার
বিমানবন্দরে প্রবাসীকে চর মারার ঘটনায় কাস্টম কর্মকর্তা বরখাস্ত
ওমানে আবহাওয়া নিয়ে ভুল তথ্য দিলে ৫০ হাজার রিয়াল জরিমানা!
ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post