বিমানবন্দরে প্রবাসীদের হয়রানীর যেন প্রতিযোগিতা চলছে। কোন কর্মকর্তা কোন যাত্রীকে কত বেশি হয়রানি করতে পারে এমন একটা নোংরা প্রতিযোগিতা লক্ষ করা গেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে সবাই সবার ক্ষমতা দেখাতে ব্যস্ত। যাত্রীদের সেবা নিয়ে ভাবার মত কর্মকর্তা পাওয়া যেন ভাগ্যের ব্যাপার।
১০ আগস্ট বিমানবন্দরের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে গণশুনানির আয়োজন করা হয়। এতে প্রবাসীরা লাগেজ অব্যবস্থাপনা ও বিমানবন্দর-এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারীদের অসদাচরণ নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এসময় বিমানকর্মীদের ভালো ব্যবহার শেখানোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। এ নিয়ে বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিমানবন্দরের সাবেক কর্মকর্তা ও বর্তমান দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক বানসুরি এম ইউসুফ।
ফেসবুক পোষ্টে তিনি বলেন, প্রশিক্ষণের পাশাপাশি কঠোর আইন প্রয়োগের ব্যবস্থা না থাকলে এই বয়সে প্রশিক্ষণ কোনো কাজে আসবে না। আর সমস্যাটা সেখানে, কে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? বিমানবন্দরে পঁচিশ থেকে ত্রিশটা সংস্থা ও প্রতিষ্ঠান কাজ করে। বিমানবন্দরের কর্তৃত্ব বেবিচকের হাতে থাকলেও কর্মরত এসব প্রতিষ্ঠানের কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কর্তৃত্ব বেবিচকের হাতে নেই।
সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মীদের বিরুদ্ধে স্ব স্ব প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখেন, যারা মূলত বিমানবন্দরে সরেজমিন অনুপস্থিত। এসব কর্মীরা বেবিচকের কর্তৃত্ব মানাতো দূরের কথা, কোনো প্রতিষ্ঠানের ক্ষমতা কতটুকু তা জাহিরেই লিপ্ত থাকে। আর সব ক্ষমতা প্রদর্শন করে তারা যাত্রীদের ওপর। মোটামুটি একটা প্রতিযোগিতা চলে এখানে, খারাপ আচরণের প্রতিযোগিতা! কার ক্ষমতা বেশি, কে বেশি খারাপ ব্যবহার করে পার পেয়ে যেতে পারছেন, বাকিদের দেখানোটাই উদ্দেশ্য অনেকটা!
সম্প্রতি এক কাস্টমস কর্মী যাত্রীকে চড় মেরেছেন। খবরটা পড়তেই মনে হলো চড়টা আমার গালেই এসে লেগেছে! বিমানবন্দরের সাবেক ম্যাজিস্ট্রেট হিসেবে আমি লজ্জিত। প্রশিক্ষণ নয়, অ্যাকশন প্রয়োজন।
আরো পড়ুন:
কাতার যাওয়ার পথে মারা গেলেন হাদিউল হক
বাংলাদেশকে ১৮ টি দামী ঘোড়া উপহার দিলো কাতার
বিমানবন্দরে প্রবাসীকে চর মারার ঘটনায় কাস্টম কর্মকর্তা বরখাস্ত
ওমানে আবহাওয়া নিয়ে ভুল তথ্য দিলে ৫০ হাজার রিয়াল জরিমানা!
ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post