দালালের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন অনেক বিদেশগামীরা। কেউ কেউ স্বীকার হচ্ছেন নির্যাতনের, কেউ খোয়াচ্ছেন টাকা, আর অনেক নামমাত্র বিদেশে গিয়ে ফিরতে হয়েছে শূণ্য হাতে। একবার এদের খপ্পরে পড়লে দুর্ভোগ হয়ে যায় জীবনের সঙ্গী। কুমিল্লার মহিবুল্লাহ…. স্বপ্ন ছিলো সৌদি গিয়ে নিজের ভাগ্য পরিবর্তন আর অসুস্থ বাবার চিকিৎসা করাবেন। দিবেন ছোট বোনদের বিয়ে। কিন্তু সব আশায় ধুলোবুলি পড়েছে দালালের খপ্পরে পড়ে। ভালো কাজের কথা বলে মোটা অংকের টাকা নিলেও একটা সাপ্লাই কোম্পানিতে কাজ দেওয়া হয় তাকে।
দালালের মাধ্যমে বিদেশ পৌঁছার আগ পর্যন্ত এ ব্যাপারে চলে কঠোর গোপনীয়তা। টাকা-পাসপোর্ট সব খুইয়ে এক সময় বিদেশগামীদের কাছে পরিষ্কার হয়ে যায় প্রতারণার বিষয়টি। আবার কেউ স্বীকার হন নির্যাতনের।
নিদারুন কষ্ট আর মানবেতর জীবন পর করে যাওয়া নয় মাস পর দেশে ফিরতে হয়েছে শূন্য হাতে। দেশে এসে এখন কি করবেন তা নিয়ে রয়েছে ধোয়াশায়। শুধু মহিবুল্লাহ নয়, তার মতো দেশে ফিরতে হয়েছে প্রায় শতাধিক প্রবাসীকে।
বিশেষজ্ঞরা বলেছেন, স্বল্পশিক্ষা ও যথাযথ প্রশিক্ষণের অভাবে অভিবাসন প্রত্যাশীদের বিভিন্নধরণের দালালের প্রতারণার শিকার হতে হয়। এর ফলে একদিকে যেমন অভিবাসন ব্যায় বেড়ে যায়, অন্যদিকে অবৈধ পথে অভিবাসনের জন্য মানব পাচারের শিকার হয়ে নির্যাতিত হন অনেকেই। এমতাবস্থায় দালালের প্রলোভনে না পরে জেনে বুঝে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
আরো পড়ুন:
কাতার যাওয়ার পথে মারা গেলেন হাদিউল হক
বাংলাদেশকে ১৮ টি দামী ঘোড়া উপহার দিলো কাতার
বিমানবন্দরে প্রবাসীকে চর মারার ঘটনায় কাস্টম কর্মকর্তা বরখাস্ত
ওমানে আবহাওয়া নিয়ে ভুল তথ্য দিলে ৫০ হাজার রিয়াল জরিমানা!
ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post