সাপ্তাহে তিন দিন ছুটি উপভোগ করছে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন কোম্পানিতে চাকরি করা অনেক কর্মী। তারা বলছে, মানুষের কাছে কেবল বেতনই শেষ কথা নয়, কর্ম জীবনে ভারসাম্য রক্ষায় ছুটিও দরকার।
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানিগুলোতে তিন দিন সাপ্তাহিক ছুটি দেওয়ার প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস। এছাড়াও সঙ্কর পদ্ধতিতে কর্মীরা তিন দিন বাড়িতে বসে বা অফিসে না এসে কাজ করবেন আর একদিন আসবেন অফিসে, সেই পদ্ধতিও চালু করেছে অনেক কোম্পানি।
আয়া নেবায়া, একজন জনসংযোগ কর্মকর্তা। তিনি জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের অবশ্যই চাকরিতে যোগ দেওয়ার আগে নিজেদের ভালো ও কর্মজীবনের ভারসাম্যের বিষয়টি মাথায় রাখতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা যখন চাকুরি খুঁজি, তখন অনেকেই বেতনের কথা ভেবে অফার গ্রহণ করে। তার ভুলে যায় যে, এটা আসলে অতো গুরুত্বপূর্ণ কিছু নয়। আমাদের নিজেদেরকে, পরিবার, এমনকি নিজের দেহকেও সময় দেওয়া উচিত। জীবন কেবল কাজ আর অর্থেই সীমাবদ্ধ নয়। আমরা বাঁচার জন্য চাকরি করি, এছাড়া আর কিছু নয়।’
আরো পড়ুন:
ওমানে আবহাওয়া নিয়ে ভুল তথ্য দিলে ৫০ হাজার রিয়াল জরিমানা!
কাতার যাওয়ার পথে মারা গেলেন হাদিউল হক
বাংলাদেশকে ১৮ টি দামী ঘোড়া উপহার দিলো কাতার
বিমানবন্দরে প্রবাসীকে চর মারার ঘটনায় কাস্টম কর্মকর্তা বরখাস্ত
ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post