বাংলাদেশ সেনাবাহিনীকে ১৮টি দামী আরবিয় ঘোড়া উপহার দিলো কাতার সশস্ত্র বাহিনী। সোমবার (৮ আগস্ট) কাতারের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে শুভেচ্ছা উপহার হিসেবে ঘোড়াগুলো দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সচিব জর জেনারেল মো. খালেদ আল মামুন বলেন, সোমবার বিকেল সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোড়াবাহী বিশেষ বিমানটি অবতরণ করে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাতার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ১৮টি ঘোড়া হস্তান্তর করা হয়।
অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষথেকে কাতার সেনাবাহিনীকে দেশের ঐতিহ্যবাহী চিত্রা হরিণ শুভেচ্ছা উপহার হিসেবে দেওয়া হয়। সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ উপহার বিনিময় হয়।
কাতার সশস্ত্র বাহিনীর প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আজিজ আল সুলাইতি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম হামাদ আল-আকীল আল-নাবেত জুনের প্রথমভাগে বাংলাদেশ সফর করেন। এই সফর পরবর্তী পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়নের উদ্যোগ হিসেবেই এই উপহার বিনিময়। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও নিবিড় হবে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুন:
অবৈধপথে ইতালি যাত্রায় প্রাণ গেলো তাপসের!
দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র পেতে চান আমিরাত প্রবাসীরা
ফেসবুকের ব্যবহার না বুঝায় জরিমানার মুখে অনেক ওমান প্রবাসী
ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালো ওমান
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৫ জন আহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post