চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে বন্ধ রয়েছে। তবে কী কারণে রানওয়ে বন্ধ আছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, আপাতত চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের রানওয়ে বন্ধ আছে।
কী কারণে রানওয়ে বন্ধ আছে- এমন এক প্রশ্নে তিনি পরে এ বিষয়ে কথা বলবেন বলে জানান। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ল্যান্ড করার পর মোড় নেয়ার সময় চাকা খুলে যায়। এর কারণে বিমানটি রানওয়েতে পড়ে গেছে। এতে বিমানে থাকা কেউ আহত হয়নি বলে জানা গেছে। বিমানটির চাকা মেরামতের কাজ চলছে।
এদিকে গত বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি প্লেন আটকে থাকে। এতে প্রায় ৪০ মিনিট রানওয়ে বন্ধ থাকে। প্লেনটির কারণে রানওয়ে বন্ধ থাকায় বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের অপেক্ষায় থাকা প্রায় ১৫টি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল ব্যাহত হয়।
আরো পড়ুন:
প্রবাসীদের কাছ থেকে বেশি দামে ডলার কিনছে ব্যাংক
কর্মী নেওয়া বন্ধ ঘোষণা করল মালয়েশিয়া!
সিলেটে উদ্ধার করা প্রবাসী পরিবারে আরেক জনের মৃত্যু
ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালো ওমান
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৫ জন আহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post