ওমানে ভিসার ব্যবসা করতে দালালকে টাকা দিয়েছেন, অতঃপর টাকা নিয়ে উধাও হয়েছে দালাল, মোবাইলও বন্ধ। অথবা ব্যবসার বিপুল পরিমাণ লাভ দেখিয়ে বিনিয়োগের কথা বলে টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এমতাবস্থায় কেউ কেউ উক্ত ব্যক্তির ছবি, পাসপোর্ট এমনকি তার পারিবারিক বিস্তারিত তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে “একে ধরিয়ে দিন” এমন পোস্ট দিয়ে থাকেন। যা মূলত ওমানের আইনে চরম অপরাধ।
এটি কেবল ওমানেই নয়, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের আইনেই এটি বড় ধরণের অন্যায়। এমনকি বাংলাদেশের আইনেও এটি সাইবার অপরাধ হিসেবে ধরা হয়। যা জামিন অযোগ্য একটি অপরাধ। ওমানের আইনে বলা আছে, অন্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া তো দূরের কথা অনুমতি ব্যতীত কারো ছবি তোলাই অপরাধ। কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা বিচার বিভাগ কারো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে পারবেন। এছাড়া কেউ যদি বিনা অনুমতিতে কারো ছবি ফেসবুক কিমবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে, সেক্ষেত্রে এক থেকে ৩ বছরের জেল হতে পারে। সেইসাথে ৫০০০ রিয়াল জরিমানা অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকার সমপরিমাণ অর্থ জরিমানা দিতে হবে। এমনকি যদি ঘটনা সত্যিও হয়ে থাকে, তবুও কারো ছবি অনুমতি ব্যতীত শেয়ার করা যাবেনা।
ওমান থেকে প্রায়ই প্রবাস টাইমের কাছে এমন সব অভিযোগ আসে, যেখানে কেউ কেউ অন্যের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তাকে চোর, প্রতারক হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেন এবং তার বিরুদ্ধে সংবাদ প্রচার করতে অনুরোধ জানান। আবার কেউকেউ প্রবাস টাইমের ফেসবুক গ্রুপে ছবি সহ নিজেরাই পোষ্ট দিয়ে থাকেন। তবে প্রবাস টাইম যেহেতু সকল পোষ্ট, কমেন্ট সেন্সর করে, তাই এইসব পোষ্ট এপ্রুভ করেনা।
এ বিষয়ে একাধিক ভুক্তভোগীর সাথে কথা বলেছে প্রবাস টাইম। ভুক্তভোগীদের কথা অনুযায়ী অতিরিক্ত লোভের কারণে এইধরনের প্রতারণার শিকার হচ্ছেন এমনটি বেরিয়ে আসছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই বিভিন্ন লটারির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। আবার কেউকেউ বিদেশ থেকে দামী উপহার পাঠানোর নামে প্রতারণা করছেন। সবকিছুর মূলেই রয়েছে অতিরিক্ত লোভ। আর একারণেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। এমতাবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। অন্যথায় নিজের অজান্তেই মোটা অংকের জরিমানা সহ বড় ধরণের ক্ষতির সম্মুখীন হতে পারেন কেউকেউ।
আরো পড়ুন:
প্রবাসীদের কাছ থেকে বেশি দামে ডলার কিনছে ব্যাংক
কর্মী নেওয়া বন্ধ ঘোষণা করল মালয়েশিয়া!
সিলেটে উদ্ধার করা প্রবাসী পরিবারে আরেক জনের মৃত্যু
ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালো ওমান
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৫ জন আহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post