ওমানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন আহতের খবর পাওয়া গেছে। বুধবার (৩-আগস্ট) সন্ধ্যায় দেশটির আল উস্তা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ৩৫ জন আহতের খবর পাওয়া গেলেও নিহতের কোনো খবর পাওয়া যায়নি। আহত সবাইকে দুকুম হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) বলেছে, ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি হালবান ব্রিজের কাছে আসতেই দুর্ঘটনার কবলে পরে। এতে বাসটিতে থাকা সবাই আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পরে হাসপাতালে ভর্তিদের মধ্যে ৩ জন মাঝারি এবং ৯ জন হালকা আঘাত পেয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য প্রশাসন।
আরো পড়ুন:
বিমানবন্দরে প্রবাসীদের ‘ভিআইপি’ সেবা দেওয়ার দাবি
দীর্ঘ ছয় মাস পর আমিরাতে কমল জ্বালানি তেলের দাম
ওমানের মাস্কাটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সহ এক নারী যাত্রী আটক
নিষিদ্ধ মাদক পাওয়ায় জাকার্তা থেকে বাংলাদেশি কূটনীতিক প্রত্যাহার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post