লেবাননে গত কয়েক বছর ধরে চলমান অর্থনৈতিক মন্দায় আইন-কানুন কিছুটা শিথিল থাকার কারণে প্রবাসী বাংলাদেশিদের অপরাধ প্রবণতা বেড়ে চলছে। মদ, জুয়া, অপহরণসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছেন কিছু বাংলাদেশি। এ অবস্থায় অল্প কয়েকজনের অপরাধমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের ভাবমূর্তি দেশটিতে হুমকির মুখে পড়েছে।
লেবাননে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে প্রায় ৩১ জন বাংলাদেশি দেশটির বিভিন্ন কারাগারে বিভিন্ন মেয়াদে শাস্তি ভোগ করছেন। সবশেষ গত ২৫ জুলাই এক নারী কর্মীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে ৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
এতে বলা হয়, কিছু বাংলাদেশির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকাসহ গণউপদ্রব সৃষ্টি এবং হাইছিলুম, আশরাফিয়ে, মুকাল্লেস, মনসুরিয়ে, নাভাসহ বিভিন্ন এলাকায় জুয়ার আসর, নাইট ক্লাবে গিয়ে অসামাজিক কর্মকাণ্ড ও অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের সতর্ক করে ভবিষ্যতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস।
এ বিষয়ে দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, প্রবাসে কিছু সংখ্যক বাংলাদেশির এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এছাড়া এতে সাধারণ প্রবাসীদের কাজের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। আমরা তাদের সতর্ক করে নোটিশ দিয়েছি। তারপরও যদি তারা নিজেদের সংশোধন না করে, তাহলে দূতাবাস দেশ ও সাধারণ বাংলাদেশিদের স্বার্থে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হবে,’
দূতাবাসের নোটিশের পরিপ্রেক্ষিতে সাধারণ প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। লেবানন প্রবাসী বাংলাদেশি কর্মী রাব্বুল শেখ ডেইলি স্টারকে বলেন, যে সব জায়গায় জুয়া ও টিকটকের নামে অসামাজিক কার্যকলাপ চলে তাদের ধরে বিচারের আওতায় আনা জরুরি হয়ে পড়েছে, আরেক বাংলাদেশি মনির হোসেন বলেন, যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদের চিহ্নিত করে দূতাবাসের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
আরো পড়ুন:
বিমানবন্দরে প্রবাসীদের ‘ভিআইপি’ সেবা দেওয়ার দাবি
দীর্ঘ ছয় মাস পর আমিরাতে কমল জ্বালানি তেলের দাম
ওমানের মাস্কাটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সহ এক নারী যাত্রী আটক
নিষিদ্ধ মাদক পাওয়ায় জাকার্তা থেকে বাংলাদেশি কূটনীতিক প্রত্যাহার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post