বিমানের মধ্যে মদ না পেয়ে চলন্ত ফ্লাইটের মধ্যেই লঙ্কা কাণ্ড ঘটিয়েছেন যাত্রীরা। এমনই এক ঘটনা ঘটেছে কানাডার টরেন্টো থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের দ্বিতীয় ফ্লাইটে। জানাগেছে, টরেন্টো ফ্লাইটটি ঢাকা থেকে যাওয়ার সময় ২০ ঘণ্টা ও দেশে ফেরার সময় প্রায় ১৭ ঘণ্টা সময় লাগে।
দীর্ঘ পথে যাত্রীদের সর্বোচ্চ ইন-ফ্লাইট বিনোদনের ব্যবস্থা করে প্রতিটি এয়ারলাইন্স। অ্যালকোহল, বিয়ারসহ অনেক এয়ারলাইন্স ফ্লাইটে প্লেয়িং কার্ডস অর্থাৎ তাসও দিয়ে থাকে। একই রকম ভাড়া নিলেও বিমান যাত্রীদের এসব বিনোদন দিতে পারছে না।
বাংলাদেশ বিমানে তাস তো দূরের কথা একটু শরাব পান করবেন এমন ব্যবস্থাও রাখা হয়নি! আর তাই ফ্লাইটের মধ্যেই ক্রুদের সাথে হইচই লাগিয়ে দেন ভারত ও নেপালের যাত্রীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা বলেন, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রায় সব ফ্লাইটেই মদ দেওয়া হয়। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এটি নিষিদ্ধ। যাত্রীদের চাহিদা বিবেচনায় মদ সরবরাহের বিষয়টি বিমানের পরবর্তী বোর্ড মিটিংয়ে তোলা হবে। এদিকে যাত্রীদের দাবী, অন্যান্য বিদেশী বিমান সংস্থার সাথে ভাড়ার পার্থক্য না থাকলেও সেবার মান নিয়ে পিছিয়ে রয়েছে বিমান।
আরো পড়ুন:
বিমানবন্দরে প্রবাসীদের ‘ভিআইপি’ সেবা দেওয়ার দাবি
দীর্ঘ ছয় মাস পর আমিরাতে কমল জ্বালানি তেলের দাম
ওমানের মাস্কাটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সহ এক নারী যাত্রী আটক
নিষিদ্ধ মাদক পাওয়ায় জাকার্তা থেকে বাংলাদেশি কূটনীতিক প্রত্যাহার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post