ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর পুরো বিশ্বের মতো সংযুক্ত আরব আমিরাতেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছিল। অবশেষে দীর্ঘ ছয় মাস পর আমিরাতে জ্বালানি তেলের দাম কমল। পহেলা আগস্ট থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকরের ঘোষণা দেয় দেশটির সরকার।
নতুন ঘোষণায় দেশটিতে সুপার ৯৮ পেট্রল প্রতি লিটার ৪.০৩ দিরহাম নির্ধারণ করা হয়েছে, যা জুলাই মাসে ছিল ৪.৬৩ দিরহাম। স্পেশাল পেট্রলের দাম নির্ধারণ করা হয়েছে ৩.৯২ দিরহাম, যা জুলাইয়ে ছিল ৪.৫২ দিরহাম। ই-প্লাসের দাম নির্ধারণ করা হয়েছে ৩.৮৫ দিরহাম, যা জুলাইয়ে ছিল ৪.৪৪ দিরহাম। এছাড়া ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটারে ৪.১৪ দিরহাম, যা জুলাইয়ে ছিল ৪.৭৬ দিরহাম।
আরো পড়ুন:
ওমানে ভূমিধ্বসে ২ শ্রমিকের মৃত্যু
বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদে সৌদি যুবরাজ
পাসপোর্ট পেতে প্রতি ধাপেই দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি
ঝুঁকির মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post