ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ খোরশেদ আলম (৩২) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুহাম্মদ সুমন নামে আরও একজন আহত হয়েছেন। সোমবার (১-আগস্ট) ওমানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে নিহত খোরশেদ আলমের মরদেহ ওমান রয়্যাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী তাসলিম হোসেন পারভেজ প্রবাস টাইমকে বলেন, ওমানের রেসিল ইন্ডাস্ট্রি এরিয়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন। নিহত খোরশেদ রেসিল সবজি মার্কেটে কাজ করতেন।
খোরশেদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তার বাবার নাম মুহাম্মদ শাহ আলম। আহত সুমনের বাড়ি ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ছাদেক নগর এলাকায়। সুমনের অবস্থা গুরুতর হওয়ায় ওমানের সুলতান কাবুস ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা চলছে। রাতে তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হলেও বর্তমানে তার অবস্থা অনেকটাই উন্নতির দিকে।
এদিকে, আজ ওমানের স্থানীয় সময় সকাল ১০ টার দিকে রেসিল সবজি মার্কেটে মোহাম্মদ হারুন আরেক প্রবাসীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে তাসলিম হোসেন প্রবাস টাইমকে জানিয়েছেন, হারুন স্থানীয় একটি হোটেল থেকে সকালের নাস্তা করে দোকানের বাহিরে দাঁড়িয়ে চা খেতে ছিলেন। এমতাবস্থায় তিনি মাটিতে পরে গেলে স্থানীয় প্রবাসীরা এসে দেখেন তিনি মারা গেছেন। তার দেশের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী চারিয়া গ্রামে। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
এদিকে, ওমানের হাইমা নামক স্থানে পৃথক এক সড়ক দুর্ঘটনায় দুই জনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন আরো ৬ জন। মঙ্গলবার রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, আল উস্তা এলাকায় গাড়ির টায়ার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় এবং আহত হন আরো ৬ জন। আহতদেরকে হাইমা হাসপাতালের ভর্তি করা হয়েছে। তবে নিহত ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ।
আরো পড়ুন:
ওমানে ভূমিধ্বসে ২ শ্রমিকের মৃত্যু
বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদে সৌদি যুবরাজ
পাসপোর্ট পেতে প্রতি ধাপেই দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি
ঝুঁকির মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post