ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩২ হাজার ২৫০ ডলারসহ এক নারী যাত্রীকে আটক করেছে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি। পহেলা আগস্ট দুপুরে নিপা নামের এই যাত্রীকে আটক করা হয়। জানা গেছে, এদিন দুপুরে দুবাইগামী একটি ফ্লাইটে দুবাই যেতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন নিপা। তার সঙ্গে থাকা ব্যাগ হেভি লাগেজ গেটে স্ক্যানিংয়ে দেওয়া হয়। সেখানে নিরাপত্তা স্ক্যানারে ব্যাগের ভেতরে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা সদৃশ বস্তু দেখতে পান। এরপরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগ খোলা হলে সেখানে ৩২ হাজার ২৫০ ইউএস ডলার পাওয়া যায়। পরে, বৈদেশিক মুদ্রাসহ যাত্রী নিপাকে ঢাকা কাস্টম হাউসের কাছে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশ থেকে আগত যাত্রী যে কোন পরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে আনতে পারেন। তবে দশ হাজার মার্কিন ডলার বা সমমূল্যমানের বৈদেশিক মুদ্রার বেশি হলে বিমানবন্দরে কাস্টমসে (Foreign Money and Jewelry (FMJ) এফএমজে ফর্মের মাধ্যমে ঘোষণা প্রদান করতে হয়।
সেইসাথে আইন অনুযায়ী যে কোন বাংলাদেশি নাগরিক বিদেশ থেকে সঙ্গে আনা অনধিক দশ হাজার মার্কিন ডলার বা সমমূল্যমানের বৈদেশিক মুদ্রা নিজের কাছে রাখতে পারবেন। কিংবা অনুমোদিত ব্যাংকে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা রাখতে পারেন, পরবর্তী বিদেশ যাত্রার সময় সঙ্গে নিয়েও যেতে পারেন। তবে দশ হাজার মার্কিন ডলারের অতিরিক্ত হলে দেশে আসার এক মাসের মধ্যে ব্যাংকে অথবা লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি বা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট একাউন্টে জমা রাখা বাধ্যতামূলক।
আরো পড়ুন:
ওমানে ভূমিধ্বসে ২ শ্রমিকের মৃত্যু
বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদে সৌদি যুবরাজ
পাসপোর্ট পেতে প্রতি ধাপেই দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি
ঝুঁকির মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post