বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে পাঁচ আরব দেশের তালিকায় শীর্ষে রয়েছে ওমান। দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতার। গ্লোবাল ফুড সিকিউরিটি ইনডেস্ক বা জিএফএসআই-২০২২’ সূচকে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, সূচকে খাদ্য নিরাপত্তা ও অংশগ্রহণ বিষয়ে সরকারি নীতি প্রতিশ্রুতি, খাদ্যের পুষ্টিমান ভালো থাকা, খাদ্যশস্য নষ্ট কম হওয়া ও কৃষি উৎপাদনে অস্থিরতা কম থাকা অন্যতম অর্জন হিসেবে বিবেচিত হয়েছে। আরব দেশের তালিকায় প্রথম হলেও বৈশ্বিক খাদ্য নিরাপত্তা তালিকায় ১১৩ দেশের মধ্যে ৪০ তম স্থানে রয়েছে ওমান। এ বছর নতুন করে চতুর্থ ক্যাটাগরি হিসেবে প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু অভিযোজন অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া এবার প্রাকৃতিক সম্পদ ও সম্পদের স্থিতাবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভালো সেচ ব্যবস্থাপনা ও কৃষি অবকাঠামো, খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থার কারণে পয়েন্ট অর্জন হলেও সূচকে খাদ্য সরবরাহের ব্যবস্থা যেমন রাস্তা, বন্দর, রেল অবকাঠামো উন্নয়ন, দুর্নীতি হ্রাস ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে। অ্যাফর্ডিবিলিটি ক্যাটাগরিতে ওমানের অবস্থান দেখানো হয়েছে ৪০তম। আর খাদ্য নিরাপত্তায় বিশ্বের শীর্ষ পাঁচ দেশ যথাক্রমে ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্র। সর্বনিম্ন অবস্থানে থাকা পাঁচ দেশ হলো ইয়েমেন, সুদান, জাম্বিয়া, মালাউয়ি ও সিয়েরা লিওন।
আরো পড়ুন:
ওমানে ভূমিধ্বসে ২ শ্রমিকের মৃত্যু
বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদে সৌদি যুবরাজ
পাসপোর্ট পেতে প্রতি ধাপেই দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি
ঝুঁকির মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post