মরু ভূমির বুকে গড়ে তোলা হচ্ছে নতুন এক শহর ‘দ্য লাইন’। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক প্রদেশে নির্মাণাধীন শহরটির নকশার বিষয়ে ঘোষণা দিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। প্রিন্স সালমানের উচ্চভিলাসী এই শহরের নকশা এমনভাবে করা হয়েছে, যেখানে নেই কোনো রাস্তা, গাড়ি কিংবা ধোয়া নির্গমনের সমস্যা। ভবিষ্যৎ এই শহর তৈরি হলে ১০০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করা সম্ভব। এর ফলে বর্তমান শহরগুলোতে যে সমস্যা রয়েছে তা আর থাকবে না। ক্রাউন প্রিন্সের ঘোষণায় ‘দ্য লাইন’-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়েছে তার একটি হচ্ছে, শহরটি হবে মাত্র ২০০ মিটার চওড়া, ১৭০ কিলোমিটার দীর্ঘ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০ মিটার ওপরে।
বিশ্বে প্রথম এমন শহর গড়ে তুলা হচ্ছে, যেখানে শহরের নীচের দু’টি স্তর ভূগর্ভস্থ। সেখানে গাড়ি চলাচলের রাস্তা থাকবে। দ্বিতীয় স্তর মূলত পরিকাঠামো পর্যবেক্ষণের জন্য থাকবে। তৃতীয় স্তর দিয়ে দ্রুতগতি সম্পন্ন ট্রেন এবং অন্য যাতায়াত করবে। এর ফলে একেবারের ওপরের স্তর থাকবে সম্পূর্ণ দূষণমুক্ত। ২০২৪ সালের মধ্যে শহরটির নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে সালমানের। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের এম্পায়ার স্টেটের চেয়েও লম্বা ভবন নির্মাণ করতে যাচ্ছে সৌদি আরব।
৭৫ মাইলজুড়ে কাচের আকাশচুম্বী ভবনটি নির্মাণে খরচ হবে ১ ট্রিলিয়ন ডলার। নির্মাণ শেষ হলে এ ভবনে ৫০ লাখ মানুষের আবাসন হবে। দুটি ১৬শ ফুট লম্বা ভবন নিয়ে নির্মাণ হবে মিরর লাইন। ভবন দুটি মরু, উপকূল এবং পাহাড়ের পাদদেশ মিলে ৭৫ মাইল এলাকায় একে অন্যের সঙ্গে সমান্তরালভাবে থাকবে। আকাবা উপসাগর থেকে আকাশচুম্বী ভবনটি পর্বতমালার মধ্য দিয়ে উপকূল বরাবর একটি মরুভূমিতে প্রসারিত হবে। আগামী ২০৩০ সালের মধ্যে মিরর লাইনের নির্মাণ শেষ করতে চান সালমান। যদিও প্রকৌশলীরা জানিয়েছেন, এই প্রকল্প নির্মাণে অন্তত ৫০ বছর সময় লেগে যেতে পারে।
আরো পড়ুন:
ওমানে ভূমিধ্বসে ২ শ্রমিকের মৃত্যু
বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদে সৌদি যুবরাজ
পাসপোর্ট পেতে প্রতি ধাপেই দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি
ঝুঁকির মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post