ওমানে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট মেরামতে পুরোদমে কাজ চলছে। একইসাথে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করছে দেশটির সরকার। এক বিবৃতিতে দেশটির। বেসিক সার্ভিসেস সেক্টর জানিয়েছে, মুসান্দাম প্রদেশে প্রায় ৯৯ শতাংশ টেলিযোগাযোগ পরিষেবা পুনরুদ্ধার করা হয়েছে এবং উত্তর আল বাতিনাতে ৯০ শতাংশের বেশি সড়ক যোগাযোগ পুনর্নির্মাণ করা হয়েছে এবং লিমাতে নেটওয়ার্ক পুনরুদ্ধার করার জন্য কাজ চলছে।
প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল এমন সব রাস্তা পুনরায় মেরামত করে যানবাহন চলাচলের জন্য খুলে দিচ্ছে সড়ক, পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। সরকারের পক্ষথেক একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত ডিব্বা অঞ্চল পরিদর্শনে গেছেন। ওমান নৌবাহিনীর একটি জাহাজ খাসাব কমার্শিয়াল বন্দর থেকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে লিমা বন্দরে রওনা হয়েছে।
আরো পড়ুন:
ওমানে ভূমিধ্বসে ২ শ্রমিকের মৃত্যু
বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদে সৌদি যুবরাজ
পাসপোর্ট পেতে প্রতি ধাপেই দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি
ঝুঁকির মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post