সাদেক রিপন, কুয়েত প্রতিনিধি
বহুল প্রত্যাশিত জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড পাচ্ছেন কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশীরা। দীর্ঘদিনের দাবী স্বপ্ন পূরণে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে করে ২২ ধরণের সেবা পাবে দেশটিতে থাকা রেমিট্যান্স যোদ্ধারা। ২৭ জুলাই বাংলাদেশ দূতাবাস কুয়েতের ফেসবুক পেজে প্রথম সচিব প্রধান নিয়াজ মোর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশ হতে আগত নির্বাচন কমিশনে রেজিস্ট্রেশন টিম এনআইডি প্রদান সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। বাংলাদেশ নির্বাচন কমিশন রেজিস্ট্রেশন টিম তিন সপ্তাহ অবস্থান করবে কুয়েতে। যে সকল কুয়েত প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা অনলাইন ও অফলাইন দুইভাবে আবেদন করার সুযোগ পাবেন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আবেদন করতে প্রয়োজন হবে, অনলাইন জন্ম সনদ কপি, বৈধ বাংলাদেশি পাসপোর্ট কপি, ইউনিয়ন অথবা পৌরসভার হতে নাগরিক সনদ, ইউটিলিটি বিলের কপি, শিক্ষাগত যোগ্যতা সনদ এবং বাবা, মা, স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র নম্বর।
আরো পড়ুন:
তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত প্রবাসী কল্যাণমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ভিসা নবায়নে জটিলতা
উন্মুক্ত স্থানে সূর্যের আলোয় কাজ করায় নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত
সৌদি আরবে এক সপ্তাহে ১১ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার
পাকিস্তান হাইকমিশনে বাংলাদেশের পতাকা বিকৃতি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post